নিজস্ব প্রতিনিধি, কলকাতা: বড়বাজারে চলন্ত বাসে যাত্রীর ব্যাগ কেটে ১ লক্ষ ৫ হাজার টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে চারজনকে গ্রেপ্তার করেছেন কলকাতা পুলিসের ওয়াচ শাখার গোয়েন্দারা। ধৃতরা হল ফিরদৌস খান, মুশারফ খান, শেখ রিপন হোসেন এবং নারায়ণ পাত্র। কলকাতা পুলিসের ভারপ্রাপ্ত গোয়েন্দা প্রধান রূপেশ কুমার এই খবর জানিয়েছেন।
উল্লেখ্য, গত ২ জুন বেলা পৌনে ১১টা নাগাদ পূর্ব মেদিনীপুরের কোলাঘাটের বাসিন্দা দিলীপ শর্মা ২৪বি রুটের একটি বাসে চেপে হাওড়া স্টেশন থেকে শিয়ালদহ যাচ্ছিলেন। অভিযোগ, বড়বাজারের পগেয়াপট্টির কাছে দিলীপবাবুর ব্যাগে থাকা লক্ষাধিক টাকা নিয়ে পালিয়ে যায় অজ্ঞাতপরিচয় পকেটমারদের একটি দল।
এরপর দিলীপবাবু বড়বাজার থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। তদন্তে নেমে লালবাজারের ওয়াচ শাখার গোয়েন্দারা সোর্সের দেওয়া তথ্য ও সিসি ক্যামেরার ফুটেজের সূত্র ধরে মঙ্গলবার বিকেলে লিন্ডসে স্ট্রিট এবং বড়বাজার এলাকা থেকে এই চারজনকে গ্রেপ্তার করেছেন। তবে খোয়া যাওয়া টাকা এখনও উদ্ধার হয়নি।