নিজস্ব প্রতিনিধি, বরানগর: বরানগর থানার পুলিসকর্মীদের বিরুদ্ধে দুর্ব্যবহারের অভিযোগ। এনিয়ে ভারতীয় মজদুর সঙ্ঘ অনুমোদিত প্রাইভেট মোটর ভেহিকেলস মজদুর ইউনিয়নের সদস্যরা বুধবার দুপুরে বরানগর থানার সামনে বিক্ষোভ দেখান। তাঁদের অভিযোগ, সংগঠনের এক নিখোঁজ সদস্যের জন্য মিসিং ডায়েরি করতে এসে থানায় দুর্ব্যবহারের শিকার হয়েছেন তাঁরা। যদিও পুলিসের তরফে এই অভিযোগ উড়িয়ে দেওয়া হয়েছে। ২২ আগস্ট কৌশল সাহু নামের এক অ্যাপ ক্যাব চালক নিখোঁজ হয়েছিলেন। তাঁর বাড়ি সোদপুরে হলেও তিনি বনহুগলি এলাকায় ভাড়াবাড়িতে থাকতেন। পরের দিন সংগঠনের সদস্যরা পরিবারের লোকেদের নিয়ে বরানগর থানায় মিসিং ডায়েরি করতে গিয়েছিলেন। অভিযোগ, কর্তব্যরত পুলিসকর্মীরা তখন দুর্ব্যবহার করেন। পরে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপে অভিযোগ দায়ের করা হলেও কোনও সহযোগিতা করা হয়নি বলে অভিযোগ। পরে দমদম জিআরপি সূত্রে তাঁরা জানতে পারেন, নোয়াপাড়া রেল লাইনের ধার থেকে ২২ তারিখ তাঁর মৃতদেহ উদ্ধার হয়েছে।