অভিষেককে খুনের হুমকি, হরিয়ানা থেকে ডোমকলের যুবককে গ্রেপ্তার
বর্তমান | ২৮ আগস্ট ২০২৫
সংবাদদাতা, ডোমকল: সমাজ মাধ্যমে সাংসদ তথা তৃণমূলের সেকেন্ড ইন কম্যান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়কে খুনের হুমকি! অভিযোগ দায়ের হতেই হরিয়ানা থেকে অভিযুক্তকে গ্রেপ্তার করল মুর্শিদাবাদের সাইবার ক্রাইম থানার পুলিস। ধৃতের নাম সারিজুল শেখ। তার বাড়ি ডোমকলের আমিনাবাদে। সোমবার হরিয়ানার পুলিসের সহায়তায় হরিয়ানার আমবালা থেকে তাকে গ্রেপ্তার করেছে পুলিস। শুধু হুমকিই নয়, সোশ্যাল মিডিয়াকে কাজে লাগিয়ে ওই যুবক অস্ত্র বেচার ব্যবসা খুলে বসেছিল বলে দাবি পুলিসের। মেসেঞ্জারে চলত বন্দুকের ছবি, দরদাম, এমনকী বোমার ছবিও মিলেছে তার চ্যাটবক্সে। ঘটনার সূত্রপাত ২০ আগস্ট। ওই দিন বিকেল বেলায় অভিষেক বন্দ্যোপাধ্যায় সাংবাদিক বৈঠকে বসেছিলেন। ফেসবুক-ইউটিউব সহ নানা প্ল্যাটফর্মে তা সম্প্রচার হচ্ছিল। সেখানেই ‘এস কে গ্যাংস্টার…’ নামে একটি ফেসবুক পেজ থেকে হিন্দিতে দেওয়া হয় ভয়ঙ্কর হুমকি! বাংলায় যার তর্জমা দাঁড়ায়— ‘অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বলছি, ১০ দিনের মধ্যে তোকে শিক্ষা দেওয়া হবে। না হলে ঘরের মধ্যে ঢুকেই গুলি করে খুন করে দেব তোকে।’ বার্তাটি চোখে পড়ে বহরমপুরের গোরাবাজারের বাসিন্দা মমতাজুল হকের। পুরো ঘটনায় তিনি ওই প্রোফাইলের সমস্ত তথ্য দিয়ে লিখিত অভিযোগ জানান সাইবার ক্রাইম থানায়। অভিযোগ হাতে নিয়েই তদন্ত শুরু হয়। সেখানেই মেলে আসল চমক। দেখা যায়, ফেসবুক পেজটি হরিয়ানার আমবালা থেকে চালানো হচ্ছে। নির্দিষ্ট তথ্য হাতে নিয়েই পুলিস স্থানীয় কর্তৃপক্ষের সহায়তায় সেখানেই অভিযান চালায়। শেষমেশ ডোমকলের আমিনাবাদের ছেলে সারিজুল শেখকে গ্রেপ্তার করা হয়। তবে এখানেই শেষ নয়। তার মোবাইল ঘেঁটে জানা গিয়েছে, সোশ্যাল মিডিয়াকে হাতিয়ার করে সারিজুল আগ্নেয়াস্ত্র বিক্রির ব্যবসা চালাচ্ছিল। মেসেঞ্জারে বন্দুকের ছবি, দরদামের কথোপকথন, এমনকী বোমার ছবিও মিলেছে। প্রাথমিক তদন্তে ইঙ্গিত মিলেছে, ফেসবুকের মতো প্ল্যাটফর্মে অস্ত্র বিক্রির গোপন চক্র চালাচ্ছিল সে।
অভিযোগ উঠেছে, ডোমকলে বাড়ি থাকলেও সারিজুল দীর্ঘদিন ধরেই হরিয়ানাতে রয়েছে। সেখান থেকেই সে নেটওয়ার্ক গড়ে তুলেছিল বলে সন্দেহ। পুলিস এখন তার সোশ্যাল মিডিয়ার একাধিক প্রোফাইল, যোগাযোগের খতিয়ান, এমনকী প্রোফাইলের বিভিন্ন বিষয় খতিয়ে দেখছে। পাশপাশি ধৃতকে জিজ্ঞাসাবাদের মাধ্যমে কোনও গ্যাংয়ের যোগ রয়েছে কি না সেটিও খতিয়ে দেখা হচ্ছে। পুরো ঘটনায় তথ্য প্রযুক্তি আইন ছাড়াও অস্ত্র আইনের পাশপাশি ভারতীয় ন্যায় সংহিতা আইনের ৩৫১(৩), ৩৫১(৪) ধারায় মামলা রুজু করেছে পুলিস। মুর্শিদাবাদ জেলা পুলিসের অতিরিক্ত পুলিস সুপার (লালবাগ) রাসপ্রীত সিং বলেন, অভিযুক্তকে ইতিমধ্যেই আমরা গ্রেপ্তার করেছি। তাকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদের মাধ্যমে কোনও গ্যাং কিংবা অন্য কোনও কিছুর যোগ রয়েছে কি না সেটি খতিয়ে দেখা হবে ।