ঝাড়গ্রামে ‘আমাদের পাড়া’য় ২০০টি স্কুলের পরিকাঠামো উন্নয়নে অর্থ প্রাপ্তি
বর্তমান | ২৮ আগস্ট ২০২৫
নিজস্ব প্রতিনিধি, ঝাড়গ্ৰাম: ঝাড়গ্রাম জেলায় ‘আমাদের পাড়া, আমাদের সমাধান’ কর্মসূচিতে আবেদন জানিয়ে দু’শোটি স্কুল পরিকাঠামো উন্নয়নে সাহায্য পাচ্ছে।
রাজ্যের প্রান্তিক জেলা ঝাড়গ্রামের একাধিক স্কুল পরিকাঠামোর অভাবে ধুঁকছিল। আর্থিক অভাবে স্কুলের পরিকাঠামো উন্নয়ন বন্ধ হয়েছিল। কোনও স্কুলে শ্রেণিকক্ষের অভাব, কোনও স্কুলে আবার পড়ুয়াদের বসার পর্যাপ্ত বেঞ্চ নেই। কোথাও শৌচালয়ের অভাব স্কুল কর্তৃপক্ষকে উদ্বেগে ফেলে দিয়েছিল। বহু স্কুলে মিড ডে মিলের যথাযোগ্য শেড নেই। জঙ্গল লাগোয়া বেশ কিছু স্কুলে সীমানা প্রাচীর না থাকায় হাতির পাল ঢুকে পড়ছিল। স্কুল কর্তৃপক্ষকে অভিভাবকদের নানা প্রশ্নের মুখে পড়তে হচ্ছিল। প্রশাসন ও জেলা শিক্ষাদপ্তরের কাছে স্কুল কর্তৃপক্ষ বারংবার নিজেদের দাবি দাওয়া রাখছিলেন। ‘আমাদের পাড়া, আমাদের সমাধান’ এক ধাক্কায় সমস্ত সমস্যা সমাধানের পথ খুলে দিয়েছে। স্কুলের শিক্ষকদের পাশাপাশি স্থানীয় বাসিন্দারা স্কুলের পরিকাঠামোর উন্নয়নের জন্য শিবির গিয়ে আবেদন লিপিবদ্ধ করেছিলেন। ঝাড়গ্রাম ব্লকের গনককাটা প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শঙ্করপ্রসাদ সর্দার বলেন, স্কুল ভবনটি দীর্ঘদিনের পুরনো। টিনের ছাউনির ছিদ্র দিয়ে শ্রেণিকক্ষে জল পড়ে। অন্তত নতুন টিন দেওয়ার আবেদন করেছিলাম। সেইসঙ্গে স্কুল চত্বরে বিদ্যুতের খুঁটি সরানো ও স্কুল লাগায়ো পুকুরটিকে ঘিরে দেওয়ার আবেদন ও করি। এবার দীর্ঘদিনের সমস্যা মিটতে চলছে। ঝাড়গ্রামের দক্ষিণসোল প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রণজিৎ চৌধুরী বলেন, স্কুল ভবন, পড়ুয়াদের বসার বেঞ্চের জন্য শিবিরে গিয়ে আবেদন করা হয়েছিল। অবশেষে সমাধান হবে বলে আশা করছি। বেলপাহাড়ী কালাপাথর প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক সৌমিত্র মণ্ডল বলেন, এক অভিভাবক শিবিরে গিয়ে স্কুলের শৌচালয়ের জন্য আবেদন করেছিলেন। সচেতন অভিভাবকরা স্কুলের পরিকাঠামো উন্নয়নে এগিয়ে আসছেন। ঝাড়গ্রাম জেলা প্রাথমিক শিক্ষক সমিতির কার্যকরী সভাপতি অশোক গড়াই বলেন, জেলার প্রাথমিক বিদ্যালয়গুলিতে পরিকাঠামোর নানা সমস্যা ছিল। বিশেষ করে শ্রেণিকক্ষের অভাব, পর্যাপ্ত চেয়ার, টেবিল,বেঞ্চ না থাকা, স্বাস্থ্যসম্মত শৌচালয়ের অভাব ছিল। স্কুল কর্তৃপক্ষের তরফে প্রশাসন ও শিক্ষাদপ্তরের কাছে ফান্ডের জন্য আবেদন করা হচ্ছিল। আমাদের পাড়া, আমাদের সমাধান সমাধান কর্মসূচিতে শিক্ষকদের সঙ্গে পড়ুয়াদের অভিভাবকরা বিষয়গুলি নিয়ে শিবিরে আবেদন করছিলেন। জেলার ১৮টি চক্রের দুশো স্কুল আর্থিক সাহায্য পাচ্ছে। রাজ্য সরকারের এই কর্মসূচি দীর্ঘদিনের সমস্যা সমাধান করতে চলেছে। জেলা প্রাথমিক বিদ্যালয় পরিদর্শক অজয় মহাপাত্র বলেন, জেলা প্রশাসনের তরফে নির্দেশ দেওয়া হয়েছিল পরিকাঠামো উন্নয়নে স্কুলগুলি যেন শিবিরে আবেদন করে। সেই আবেদনর ফলে পরিকাঠামো উন্নয়নে এবার কাজ শুরু হবে। প্রতীকী চিত্র