• বিরল রোগে আক্রান্ত শিশু, ১৬ কোটি একটি ইঞ্জেকশন, আতান্তরে পরিবার
    বর্তমান | ২৮ আগস্ট ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, সিউড়ি: মারণ রোগ স্পাইনাল মাসকিউলার এট্রোফি টাইপ-১ আক্রান্ত ৮ মাসের শিশু সাম্যদেব শেরপার রোগমুক্তির জন্য প্রয়োজন বহুমূল্য ওষুধ। জানা গিয়েছে, একটি মাত্র ওষুধের দাম মোট ১৬ কোটি টাকা। চিকিৎসকের এই কথা শুনে দিশেহারা সিউড়ি পুরসভার সাজানোপল্লির শেরপা পরিবার। সাম্যর চিকিৎসায় সাহায্যের আর্তি জানিয়ে ওই পরিবার সমাজের বিভিন্নস্তরের মানুষের শরণাপন্ন হয়েছে।

    পরিবার সূত্রে জানা গিয়েছে, জন্মের পর সাম্য সুস্থ ও স্বাভাবিক ছিল। তবে আচমকাই তার শরীরে বাসা বাধে মারণ রোগ। রোগ নিশ্চিত হতেই চিকিৎসক তড়িঘড়ি ‘জিন থেরাপি’-র পরামর্শ দেন। মারণ রোগের প্রতিকার হিসেবে জিন থেরাপির জন্য প্রয়োজন একটি মাত্র ওষুধের দাম ১৬ কোটি টাকা। সূদূর আমেরিকা থেকে তা আনতে হবে। চিকিৎসক এও স্পষ্ট করেছেন, শিশুর বয়স ২ বছর পূর্ণ হওয়ার আগেই জিন থেরাপি সম্পন্ন করতে হবে। অর্থাৎ হাতে মাত্র এক বছর ৪ মাস। এই অল্প সময়ে বহুমূল্য ওই ওষুধের দাম কীভাবে জোগাড় হবে তা বুঝে উঠতে পারছেন না সাম্যর বাবা-মা। 

    সাম্যর বাবা সুমন শেরপা বেসরকারি সংস্থায় কর্মরত। সেই সূত্রেই তিনি দমদমে থাকেন। সেখানেই তাঁর স্ত্রী ও সন্তানও থাকে। পরিবার সূত্রে জানা গিয়েছে, জন্মের ছ’ মাস পর আচমকাই সাম্য জ্বর, সর্দিতে ভুগতে শুরু করে। 

    তড়িঘড়ি তাকে হাসপাতালে ভর্তি করা হয়। শুরু হয় চিকিৎসা। এরপরই চিকিৎসকদের পরামর্শে রক্তের নমুনা পরীক্ষা করা হয়। তাতেই স্পষ্ট হয়, সাম্য মারণ রোগ স্পাইনাল মাসকিউলার এট্রোফি টাইপ-১ আক্রান্ত। 

    সাম্যর ঠাকুরদা কালীপদ শেরপা অবসরপ্রাপ্ত রেলকর্মী। তিনি বলেন, আমাদের হাতে সময় খুব একটা বেশি নেই। নাতিকে সুস্থ করে তোলার জন্য ১৬ কোটি টাকা মূল্যের ওষুধ কেনার মতো আর্থিক সামর্থ্যও নেই। কীভাবে কী হবে বুঝে উঠতে পারছি না। আমরা সকলেই দিশেহারা। আমার নাতির চিকিৎসায় যদি কেউ সহযোগিতার হাত বাড়িয়ে দেন খুবই উপকৃত হব। হয়তো, সকলের প্রচেষ্টায় আমার নাতি নতুন জীবন ফিরে পাবে। এই আশায় সকলের কাছেই সাহায্যের আর্জি রাখছি। 
  • Link to this news (বর্তমান)