• ‘মৃত’ বলে আধার বাতিলের মেসেজ, তাজ্জব বহুজাতিক সংস্থার কর্তা
    বর্তমান | ২৮ আগস্ট ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, আসানসোল: দুর্গাপুরের বাসিন্দা দেবাশিস দাস। একটি  বহুজাতিক সংস্থার পূর্বাঞ্চলীয় প্রধান। মঙ্গলবার রাতে তাঁর মোবাইলের স্ক্রিনে ভেসে ওঠে চাঞ্চল্যকর মেসেজ। আধারের নাম করে আসা মেসেজে লেখা হয়েছে,‘আধারটি নিষ্ক্রিয় হয়েছে মারা যাওয়ার কারণে।’ মাথায় হাত পড়ে দেবাশিস সহ গোটা পরিবারের। কাজের কারণে তাঁর আধার প্রায়ই ব্যবহার করা হয়। এই অবস্থায় আধার না থাকলে বিপাকে পড়তে হবে। তার উপর মাথার উপর ঝুলছে এসআইআরের খাঁড়া। বিলম্ব না করে আধার কর্তৃপক্ষ, জাতীয় নির্বাচন কমিশন, জেলাশাসক ও আসানসোল সাইবার থানায় ই-মেইল করে অভিযোগ করেন দেবাশিসবাবু। নির্বাচন কমিশন রিপ্লাই দিয়েছে।  সেখানে দেবাশিসবাবুর রাজ্য, জেলা ও বিধানসভা কেন্দ্রের নাম জানতে চাওয়া হয়েছে। কিন্তু, ধন্দ কিছুতেই কাটছে না তাঁর।

    দেবাশিসবাবু এলাকায় প্রতিবাদী লোক বলেই পরিচিত। ওষুধের দাম বৃদ্ধি থেকে নোটবন্দি। জিএসটি হার সহ কেন্দ্রীয় সরকারের নানা সিদ্ধান্তের তীব্র সমালোচনা করেছেন। একাধিক বার প্রধানমন্ত্রী, কেন্দ্রীয় অর্থমন্ত্রীকে কড়া চিঠি দিয়ে জনবিরোধী সিদ্ধান্ত প্রত্যাহারের আর্জি জানিয়েছেন। বিভিন্ন সময়ে তাঁর প্রস্তাব ভেবে দেখার প্রতিশ্রুতিও এসেছে। কোনও চিঠির আবার উত্তর আসেনি। এমন এক মানুষের আধার বাতিল করার মেসেজ নিয়ে জোর চর্চা শুরু হয়েছে ইস্পাত নগরীতে। 

    দেবাশিসবাবু এদিন আসানসোল সাইবার থানাতেও এসেছিলেন পুরো বিষয়টি জানাতে। কিন্তু তাকে যে মেসেজ পাঠানো হয়েছে সেখানে কোনও লিঙ্ক স্পর্শ করতে বলা হয়নি। স্বাভাবিক ভাবেই সাইবার প্রতারণা হওয়ার সম্ভবনা কম। তার উপর নির্বাচন কমিশনই বা তাঁর কাছে কেন যাবতীয় তথ্য চাইল তা নিয়ে সন্দিহান দুর্গাপুরের বাসিন্দা। দেবাশিসবাবু বলেন, ‘পরিচয়পত্র নিয়ে দেশজুড়ে চর্চা। তারমধ্যে এভাবে নিজের বৈধ পরিচয়পত্র বাতিল হয়ে গেলে আমাদের মতো সাধারণ মানুষরা কী করবেন।’ - দেবাশিস দাস।
  • Link to this news (বর্তমান)