• দুর্গাবাড়ি পাড়ার গণেশ পুজোয় ভক্তদের ঢল, লাড্ডু বিলি
    বর্তমান | ২৮ আগস্ট ২০২৫
  • সোমেন পাল, গঙ্গারামপুর: গঙ্গারামপুর দুর্গাবাড়ি পাড়ার গণেশ পুজো এবারে চতুর্থ বর্ষে পা রাখল। ২০২২ সালে প্রথম শহরের মধ্যে দুর্গাবাড়ি পাড়ার যুবকরা গণেশ আরাধনায় ব্রতী হন। প্রথম বছরেই তাঁদের পুজো নজর কেড়েছিল শহরবাসীর। শহরের বুকে আর কোথাও গণেশ পুজো না হওয়ায় শহরবাসীর কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে দুর্গাবাড়ি পাড়া। পাবলিক স্কোয়ার গণেশ পুজো কমিটির আয়োজনও দিন দিন বাড়ছে। এবারে সুবিশাল মূর্তি ও বাহারি আলোকসজ্জা নজর কেড়েছে শহরবাসীর। এদিন সকাল থেকে ভক্তদের ঢল নামে। গঙ্গারামপুর ৭ নং ওয়ার্ডের এই এলাকায় থাকেন পুর চেয়ারম্যান প্রশান্ত মিত্র। এদিন গণেশ আরাধনায় মেতে ওঠেন প্রশান্ত। গণপতিকে মালা পরিয়ে পুজোর উদ্বোধন করেন তিনি। সন্ধে হতেই  দুর্গাবাড়িপাড়ার এই পুজো প্যান্ডেলে প্রতিমা দর্শনের জন্য ঢল নামে। সকলকে লাড্ডু বিতরণ করা হয়। উদ্যোক্তারা শহরবাসীর জন্য দশ হাজার লাড্ডুর ব্যবস্থা করেছেন।

    বৃহস্পতিবারও প্রসাদ বিতরণ হবে। এবং তিনদিন ধরে স্থানীয় শিল্পীদের নিয়ে সাংস্কৃতিক সন্ধ্যার আসর বসবে পুজো মণ্ডপ চত্বরে। গঙ্গারামপুর পুরসভার চেয়ারম্যান প্রশান্ত মিত্র বলেন, আমাদের শহরে বিগত বছরগুলিতে গণেশপুজোর চল ছিল না। 

    পাড়ার যুবকরা গত তিনবছর ধরে গণেশ পুজো করছে। আমি তাঁদের সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছি। পুজোয় সকাল থেকে মণ্ডপ চত্বরে ছিলাম। পাড়ার ছেলেরা দুঃস্থদের সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে।
  • Link to this news (বর্তমান)