• টিকিয়াপাড়ায় দাদাগিরি, সিভিকের বিরুদ্ধে মারধরের অভিযোগ
    বর্তমান | ২৮ আগস্ট ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, শিলিগুড়ি: এক সিভিক ভলান্টিয়ারের বিরুদ্ধে এলাকায় দাদাগিরি এবং লোকজনকে নির্বিচারে মারধর করার অভিযোগ উঠল। বারবার ওই সিভিকের বিরুদ্ধে শিলিগুড়ি থানায় অভিযোগ জানিয়েও কোনও লাভ হয়নি বলে ক্ষোভ প্রকাশ করলেন এলাকার বাসিন্দারা। ঘটনাটি শিলিগুড়ির ২৮ নম্বর ওয়ার্ডের টিকিয়াপাড়ায়। 

    স্থানীয়দের অভিযোগ, শিলিগুড়ি থানায় কর্মরত সিভিক ভলান্টিয়ার সুভাষ রায় এলাকাতে নিত্যদিন মদ্যপ অবস্থায় তাণ্ডব চালায়। স্থানীয় একটি ক্লাবে মদ্যপ অবস্থায় ঢুকে ভাঙচুরও করেছে। এমনকী বেআইনিভাবে মাদক সামগ্রী বিক্রি হলেও, সেবিষয়ে থানায় না জানিয়ে তোলাবাজি করারও অভিযোগ উঠেছে ওই সিভিকের বিরুদ্ধে। টাকা না দিতে চাইলে চলে মারধর, অত্যাচার। স্থানীয়দের একাংশের অভিযোগ, এ বিষয়ে একাধিকবার শিলিগুড়ি থানায় অভিযোগ জানালেও কোনও কাজ হয়নি। সেই কারণেই সাহস বেড়ে গিয়েছে ওই সিভিকের। 

    কয়েকদিন আগে স্থানীয় একটি ক্লাবে ঢুকে সুভাষ ও তার কয়েকজন সঙ্গী ভাঙচুর চালায়। সেই ছবিও সিসি ক্যামেরায় ধরা পড়েছে। অভিযোগ, পুলিসকে জানালেও কোনও ব্যবস্থা নেওয়া হয়নি। এরই বিরুদ্ধে বুধবার টিকিয়াপাড়া বাজারে বিক্ষোভে ফেটে পড়েন এলাকাবাসী। 

    এ প্রসঙ্গে শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিসের ডিসিপি (পূর্ব) রাকেশ সিং বলেন, আমরা অভিযোগ পেয়েছি। তার ভিত্তিতে তদন্ত শুরু করা হয়েছে। অভিযোগের সত্যতা সামনে এলে আমরা উপযুক্ত ব্যবস্থা নেব। 

    এলাকার স্থানীয় তৃণমূল কাউন্সিলার সম্পৃক্তা দাস বলেন, বিষয়টি শুনেছি। একাধিক অভিযোগ ওই ব্যক্তির বিরুদ্ধে রয়েছে বলে জানতে পেরেছি। পুলিস ঘটনাটি তদন্ত করে আসল সত্যতা বের করুক।

    যদিও তাঁর বিরুদ্ধে ওঠা সকল অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্ত সিভিক ভলান্টিয়ার সুভাষ রায়। তিনি বলেন, আমার বিরুদ্ধে যা অভিযোগ করা হচ্ছে তা পুরোপুরি মিথ্যা। ব্যক্তিগতভাবে শত্রুতাকে সামনে রেখে কয়েকজন আমার বদনাম করার চেষ্টা চালাচ্ছেন।
  • Link to this news (বর্তমান)