• হিসাব দেয়নি, পুজো অনুদান পাবে না শিলিগুড়ির ৩ কমিটি
    বর্তমান | ২৮ আগস্ট ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, শিলিগুড়ি: এবার শিলিগুড়িতে দুর্গাপুজোর অনুদান পাচ্ছে না তিনটি পুজো কমিটি। তারা গত বছরের পুজোর অনুদানের টাকার ইউটিলাইজেশন সার্টিফিকেট (ইউসি) বা হিসেব নির্দিষ্ট সময়ের মধ্যে জমা দেয়নি। এবার তাদের অনুদান না দেওয়ার নির্দেশ দিয়েছে হাইকোর্ট। এমন প্রেক্ষাপটে একটি পুজো কমিটি প্রকাশ্যে ভুলস্বীকার করলেও, বাকি দু’টির মধ্যে কোনও হেলদোল নেই। তাদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে পারে প্রশাসন।

    গত বছর শিলিগুড়ি পুলিস কমিশনারেট এলাকায় ৬২৩টি পুজোর অনুমোদন দেওয়া হয়েছিল। তারমধ্যে ৬২১টি পুজো কমিটিকে রাজ্য সরকার অনুদান দিয়েছিল। এরমধ্যে ৬১৮টি পুজো কমিটি ইউসি জমা দিলেও তিনটি কমিটি তা করেনি। শিলিগুড়ির ডেপুটি পুলিস কমিশনার তন্ময় সরকার বলেন, নির্দিষ্ট সময়ের মধ্যে ওই পুজো কমিটিগুলি বরাদ্দ অনুদান খরচের হিসেব দাখিল করেনি। বিষয়টি রাজ্য সরকারের কাছে বিস্তারিতভাবে জানানো হয়েছে। গত বছর দুর্গাপুজোয় পুজো কমিটিগুলিকে ৮৫হাজার টাকা করে অনুদান দিয়েছিল রাজ্য। এবার তারা সেই অনুদানের পরিমাণ বাড়িয়ে করেছে ১ লক্ষ ১০ হাজার টাকা। এই অবস্থায় গত বছরের বরাদ্দ অনুদান খরচের হিসেব পুজো কমিটিগুলি দাখিল করেছে কি না, তা নিয়ে আদালতে মামলা করেন এক ব্যক্তি। এ ব্যাপারে বুধবার হাইকোর্ট নির্দেশ দিয়েছে, যেসব দুর্গাপুজো কমিটি খরচের হিসেব দেয়নি, তারা অনুদান পাবে না। ইউসি দাখিল না করার তালিকায় শিলিগুড়িরই তিনটি পুজো কমিটি রয়েছে। ওই তিন পুজো উদ্যোক্তারা হল কাশ্মীর কলোনি পুজো কমিটি। শহরের ৩২ নম্বর ওয়ার্ডে। বাকি দু’টি পুজো কমিটি ডাবগ্রাম-২ পঞ্চায়েতের দক্ষিণ শান্তিনগর দুর্গাপুজো কমিটি এবং উত্তরকন্যার কাছে নব জাগরণ সঙ্ঘ।
  • Link to this news (বর্তমান)