• দুই লক্ষ টাকার দাবিতে বাড়ি ভাঙচুর, রিজার্ভারে উঠে আত্মহত্যার চেষ্টা যুবকের
    বর্তমান | ২৮ আগস্ট ২০২৫
  • সংবাদদাতা, ইটাহার: শোলে সিনেমায় বসন্তীকে পেতে জলের রিজার্ভারের মাথায় উঠে নিজের জীবন শেষ করার হুমকি দিয়েছিল বীরু। তবে হুসেনের ক্ষেত্রে গল্পটা অন্য। বাবা-মায়ের কাছে দাবি, হয় দু’লক্ষ টাকা দিতে হবে, না হলে জমি-বাড়ি লিখে দিতে হবে। দাবি পূরণ না হওয়ায় টিনের বাড়ি ভাঙচুর করে পিএইচই’র প্রায় ৬০ ফুট উঁচু রিজার্ভারে উঠে ঝাঁপ দেওয়ার হুমকি ওই যুবকের। ইটাহারের মালিনগরের যুবক হুসেন আলির এই কাণ্ডে শোরগোল পড়ে যায় এলাকায়। বৃষ্টি মাথায় রিজার্ভারের সামনে ভিড় জমান বহু মানুষ। খবর পেয়ে ঘটনাস্থলে যায় ইটাহার থানার পুলিস। ছেলের কর্মকাণ্ডে অতিষ্ঠ বৃদ্ধ বাবা-মা।

    স্থানীয় সূত্রে খবর, জুয়ার নেশায় কার্যত সর্বস্বান্ত হুসেন। প্রচুর ঋণও করে ফেলেছেন। আর্থিক অনটনের জন্য বাড়িতে নিত্যদিন অশান্তি। হুসেনের কর্মকাণ্ডে বিরক্ত হয়ে তাঁর স্ত্রী সন্তানদের নিয়ে বাপের বাড়ি চলে গিয়েছেন প্রায় ছয় মাস আগে। নেশাসক্ত যুবক এখন বৃদ্ধ বাবা-মায়ের কাছে টাকা দাবি করছেন। বুধবার সকালে হুসেন ফের বাবা তমিজুদ্দিন শেখের কাছে দুই লক্ষ টাকা দাবি করেন। টাকা না পেয়ে সম্পত্তি লিখে দেওয়ার দাবি জানান হুসেন। কিন্তু বৃদ্ধ বাবা রাজি না হওয়ায় বাড়ি ভাঙচুর করে বছর ত্রিশের হুসেন। তারপর বাড়ি লাগোয়া জলের রিজার্ভারের উপরে উঠে পড়েন তিনি। বৃষ্টিতেও ভিজে ভিজে রিজার্ভারের উপরে শুয়ে থাকেন তিনি।  

    টাকা বা সম্পত্তি না পেলে সেখান থেকে ঝাঁপ দেওয়ার হুমকি দেন হুসেন। এবিষয়ে হুসেনের বাবা তমিজুদ্দিন বলেন, ছেলে লটারি ও জুয়া খেলে জমানো সব কিছু শেষ করে দিয়েছে। প্রায়দিন নেশা করে এসে বাড়িতে অশান্তি করে। আজ আবার টাকা চাইছিল। নাহলে জমি বাড়ি লিখে দেওয়ার জন্য চাপ দিচ্ছিল। আমি রাজি না হওয়ায় এই কাণ্ড ঘটিয়েছে।

    যুবকের কর্মকাণ্ডে অবাক প্রতিবেশী ও স্থানীয়রা। পথ চলতি মানুষও রিজার্ভারের উপর মানুষ দেখতে পেয়ে দাঁড়িয়ে পড়েন। সকলে নীচে নেমে আসার জন্য বললেও হুসেন শোনেনি। রিজার্ভারের উপর থেকে হুসেন বলেন, টাকা না পেলে নীচে নামব না।

    স্থানীয়রা বলছেন, হুসেন কাজকর্ম সেরকম করেন না। শুধু জুয়া খেলেন। নেশাও করে। তাঁর কর্মকাণ্ডে বিরক্ত গ্রামের বাসিন্দারাও। এদিনও টাকা না পেয়ে বাড়িঘর ভেঙে দিয়েছে। স্থানীয় বাসিন্দা সোলেমন আলি জানান, গত এক সপ্তাহে নাকি হুসেন জুয়া খেলে লক্ষাধিক টাকা হেরেছে। ফের টাকা চাইছে বৃদ্ধ বাবা-মায়ের কাছে। ঘটনাস্থলে পুলিস গিয়েও যুবককে নীচে নামাতে পারেনি। সারাদিন কেটে গেলেও ওই যুবককে রিজার্ভার থেকে নামানো সম্ভব হয়নি। পুরো বিষয়টি নজরে রাখছে পুলিস।  রিজার্ভারের মাথায় হুসেন। - নিজস্ব চিত্র।
  • Link to this news (বর্তমান)