ফারুক আলম, সল্টলেক: খাবারের হোটেলে ক্রেতার কাছে ভুল খাবার পরিবেশন করেছিলেন কর্মী! সেই ‘অপরাধে’ ওই কর্মীর গায়ে গরম তেল ঢেলে দেওয়ার অভিযোগ উঠল হোটেল মালিকের বিরুদ্ধে। চাঞ্চল্যকর ঘটনাটি বিধাননগরের সল্টলেক এলাকায় ঘটেছে। পুলিশ অভিযুক্তকে গ্রেপ্তার করেছে। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সল্টলেকের ইলেকট্রনিক্স কমপ্লেক্স থানা এলাকায় ওই খাবারের হোটেল আছে। দোকানে খাবার খাওয়ার জন্য খাদ্যরসিক ক্রেতারা ভিড়ও করেন। বিহারের ধনজারা এলাকার বাসিন্দা সেকেন্দরকুমার রায় নামে ওই যুবক সল্টলেকের ওই হোটেলে কর্মরত। ওই হোটেলের মালিক নরেশকুমার রায়। ঘটনাটি ঘটেছে, সোমরাত রাতে। জানা গিয়েছে, ওই হোটেলে খাবারের অর্ডার দিয়েছিলেন কোন এক ব্যক্তি। খাবার পরিবেশনের সময় দেখা যায়, ওই ক্রেতাকে ভুল পদ পরিবেশন করা হয়েছে। সেই ঘটনা নিয়ে সাময়িক উত্তেজনা দেখা গিয়েছিল।
অভিযোগ, রাত সাড়ে আটটা নাগাদ ওই ঘটনা ঘটেছিল। এরপরই দোকানের মালিক নরেশকুমার রায় কর্মী সেকেন্দরকুমার রায়ের গায়ে রান্নার গরম তেল ঢেলে দেয় বলে অভিযোগ। গরম তেল গায়ে পড়ার জন্য শরীরের একাধিক জায়গা পুড়ে যায় বলে খবর। দ্রুত ওই কর্মীকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই তাঁর প্রাথমিক চিকিৎসা হয়। গতকাল, মঙ্গলবার ইলেকট্রনিক্স কমপ্লেক্স থানায় লিখিত অভিযোগ জানানো হয়। পুলিশ তদন্তে নেমে অভিযুক্ত হোটেল মালিককে গ্রেপ্তার করেছে। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে।