গণেশ চতুর্থীতে অক্সফোর্ডে রাজা ভৌমিকের বই প্রকাশ, মোড়ক উন্মোচনে ঊর্মিমালা বসু
প্রতিদিন | ২৮ আগস্ট ২০২৫
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গণেশ শুধুমাত্র বিঘ্ননাশকারী দেবতা নন। একই সঙ্গে তিনি বুদ্ধি, জ্ঞান ও শিল্পের দেবতা। জীবনের প্রতিটি ক্ষেত্রে ইতিবাচক শক্তি ও সাফল্যের অনুপ্রেরণাদায়ী। এই ভাবনা থেকেই ভক্তের জীবনে গণেশের অবদান নিয়ে ইংরাজী বই লিখলেন বিশিষ্ট কর্পোরেট ব্যক্তিত্ব ও জ্যোতিষী শ্রী রাজা ভৌমিক।
গণেশ চতুর্থীতে কলকাতার পার্কস্ট্রিটের অক্সফোর্ড বুক স্টোরে ‘শ্রী গণেশ–দ্য আইকন অব সাকসেস’ গ্রন্থের আনুষ্ঠানিক প্রকাশ করলেন বিশিষ্ট বাচিকশিল্পী ঊর্মিমালা বসু। বইটি প্রকাশ করেছেন ‘বুকপেকার্স’ প্রকাশনা সংস্থা। কর্ণধার বসুন্ধরা ঘোষাল এই ধরনের অভিনব বই প্রকাশের উদ্দেশ্য তুলে ধরেন। বইপ্রকাশ অনুষ্ঠানে ঊর্মিমালা বসু সদ্যপ্রকাশিত গ্রন্থ ‘শ্রী গণেশ’ থেকে নির্বাচিত অংশ পাঠের পাশাপাশি কবিতা আবৃত্তি ও সিদ্ধিবিনায়ক গণেশ সম্পর্কে তাঁর বক্তব্য রাখেন।
ভগবান গণেশের রূপের মাহাত্ম্য ও সাধারণ জীবনে তাঁর প্রভাব নিয়ে আলোচনা করেন বইটির লেখক রাজা ভৌমিক। অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন বইটির মুখ্য সম্পাদক উপমন্যু মজুমদার। ‘শ্রী গণেশ’ বইটি থেকে বিশেষ কয়েকটি অংশ পাঠকদের জন্য তুলে ধরেন তিনি। অনুষ্ঠানটি সুদীপ্তা মুখোপাধ্যায়ের রবীন্দ্রসংগীত পরিবেশনার মাধ্যমে শেষ হয়।