সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: শুরু পুজোর মরশুম। বাংলার অনেকাংশে গণেশ চতুর্থী রীতিমতো ধুমাধাম করে পালিত হয়েছে। পিছিয়ে নেই শহরও। এমনকী অনেক জায়গায় বড় পুজোও হয়েছে। এবার সিদ্ধিদাতার আরাধনাতেও লাগল থিমের ছোঁয়া। গণেশের পুজোয় উঠে এল পেহলগাঁও হামালার দৃশ্য ও অপারেশন সিঁদুরের ঘটনা।
শহরে বাগুইআটির একটি গণেশ পুজো মণ্ডপে ফুটে উঠেছে কাশ্মীরের পহেলগাঁওয়ে হামলা। ছোট্ট মণ্ডপের বাইরে থেকে ভিতরে গেলে পেহলগাঁও হামালার দৃশ্য ও তারপর অপারেশন সিঁদুরের বিষয় ধরা পড়বে। এই সব কিছুর মাঝেই ফুটিয়ে তোলা হয়েছে, দেশের প্রতি জওয়ানদের আত্মত্যাগ ও বিপদে ভগবানের কাছে প্রার্থনা। মণ্ডপের ভিতরে মায়ের কোলে বসে রয়েছেন গণেশ।
বাগুইআটির গণেশ চতুর্থীর এই মণ্ডপে ছোট করে তুলে ধরা হয়েছে অপারেশন সিঁদুর। সামনেই দুর্গাপুজো। শহরে বড় করে সেই বিষয়ে থিম করা হচ্ছে। জেলাতেও অনেক জায়গায় অপারেশন সিঁদুর থিমে সেজে উঠবে পুজো মণ্ডপ।