অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপর হামলার হুমকি! হরিয়ানা থেকে গ্রেপ্তার ডোমকলের যুবক
প্রতিদিন | ২৮ আগস্ট ২০২৫
অতুলচন্দ্র নাগ, ডোমকল: সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপর হামলার হুমকি দেওয়ার অভিযোগ। ফেসবুকে এমন হুমকি পোস্ট করায় গ্রেপ্তার যুবক। মুর্শিদাবাদের ডোমকলের ওই যুবককে হরিয়ানার আম্বালা থেকে গ্রেপ্তার করা হয়েছে। ধৃতের কাছে আগ্নেয়াস্ত্র এবং বোমাও বাজেয়াপ্ত করা হয়েছে।
ধৃত সরিজুল শেখ। মুর্শিদাবাদের ডোমকলের আমিনাবাদের বাসিন্দা। মুর্শিদাবাদ পুলিশ জেলার সাইবার থানায় গত ২৪ আগস্ট ওই যুবকের বিরুদ্ধে অভিযোগ জমা পড়ে। অভিযোগ, ওই যুবক নাকি সোশাল মিডিয়া পোস্টে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপর হামলা করার হুমকি দেয়। আগামী ১০ দিনের মধ্যে হামলা করা হবে বলেই হুমকি দেয় সে। অভিযোগের ভিত্তিতে সরিজুল শেখের বিরুদ্ধে মামলা রুজু হয়। অভিযোগ পাওয়ামাত্রই তার খোঁজখবর শুরু করে পুলিশ। তদন্তকারীরা জানতে পারেন, ওই যুবক হরিয়ানায় রয়েছে। ভিনরাজ্যের পুলিশের সঙ্গে যোগাযোগ করে পুলিশ সরিজুলকে আম্বালা থেকে গ্রেপ্তার করে।
পুলিশ সূত্রে খবর, ধৃতের সোশাল মিডিয়া অ্যাকাউন্টে নানা অপরাধমূলক পোস্ট পাওয়া গিয়েছে। যুবকের কাছ থেকে আগ্নেয়াস্ত্র ও বোমা বাজেয়াপ্ত করা হয়েছে। তদন্তকারীদের দাবি, সোশাল মিডিয়া ব্যবহার করে বেআইনি অস্ত্রের ব্যবসাও করত যুবক। তাকে ৭ দিনের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করতে চান তদন্তকারীদের। জেরায় আরও গুরুত্বপূর্ণ তথ্য সামনে আসবে বলেই দাবি পুলিশের।