• কৃষ্ণনগর কাণ্ডে অভিযুক্ত দেশরাজের খোঁজে উত্তরপ্রদেশ রওনা পুলিশের! বরাকরে উদ্ধার অভিযুক্তের মোবাইল?
    প্রতিদিন | ২৮ আগস্ট ২০২৫
  • সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কৃষ্ণনগর কাণ্ডের কেটে গিয়েছে দু’দিন! এখনও অধরা মূল অভিযুক্ত দেশরাজ। কোথায় সে? হন্যে হয়ে খুঁজছে পুলিশ। সূত্রের খবর, অভিযুক্ত দেশরাজের খোঁজ পেতে ইতিমধ্যে উত্তরপ্রদেশ রওনা দিয়েছে পুলিশের একটি টিম। জানা যায়, খুনের আগের দিন, অর্থাৎ রবিবার উত্তরপ্রদেশের বাড়িতে যাওয়ার কথা ছিল তাঁর। সেই মতো বাবাকে ট্রেনের টিকিট কাটতেও সে বলে। ছেলের আবদারও রেখেছিলেন বাবা। পাঠিয়ে দিয়েছিলেন টিকিট। অভিযুক্ত দেশরাজ তাঁর বাবাকে জানিয়েছিলেন, ”সে উত্তরপ্রদেশ যাচ্ছে এবং ট্রেনে উঠছে।” আদৌ তা ঘটেনি। 

    ছক কষে সোমবার কৃষ্ণনগরের বাসিন্দা, ছাত্রী ঈশিতাকে একেবারে কাছ থেকে খুন করে দেশরাজ। আর এই ঘটনার পর থেকেই পলাতক সে। পুলিশের অনুমান, উত্তরপ্রদেশেই কোথাও গা ঢাকা দিয়ে থাকতে পারে অভিযুক্ত। আর সেই সূত্রেই তদন্তকারীদের একটি দল উত্তরপ্রদেশের উদ্দেশে রওনা দিয়েছে বলে পুলিশ সূত্রে খবর। একদিকে যখন কৃষ্ণনগর কাণ্ডের জট খুলতে মরিয়া, সেই সময় ঘটনায় নয়া মোড়! খোঁজ মিলল দেশরাজের নতুন সিম সহ মোবাইলের। বরাকরের লছিপুরে এক ব্যক্তির কাছে থেকে সেই মোবাইল ফোন এবং সিম উদ্ধার হয়েছে বলে সূত্রের খবর।

    ঘটনার পর থেকেই নানাভাবে দেশরাজের খোঁজ চালাচ্ছেন পুলিশ আধিকারিকরা। ট্র্যাক করা হচ্ছে মোবাইলের লোকেশন। সূত্রের খবর, ঘটনার পরেই পুরনো সিম খুলে ফেলে দেশরাজ। নেয় নতুন সিম। দেশরাজের মোবাইলের আইএমইআই নম্বর থেকে মোবাইল টাওয়ার ট্র্যাক করেন তদন্তকারীরা। আর সেই সূত্রেই উদ্ধার অভিযুক্তের মোবাইল এবং নতুন সিম। তদন্তকারীদের অনুমান, পুলিশকে বিভ্রান্ত করতেই আসানসোলের বরাকরে সিম এবং মোবাইল ফেলে দেশরাজ। কিন্তু সে বরাকর কীভাবে এবং কেন গেল? সেটাই ভাবাচ্ছে তদন্তকারীদের। তাহলে ওই পথেই কোথাও পালিয়েছে অভিযুক্ত? খতিয়ে দেখছেন তদন্তকারীরা।
  • Link to this news (প্রতিদিন)