বিজেপি রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্যের সঙ্গে সাক্ষাৎ রোশন গিরির
প্রতিদিন | ২৮ আগস্ট ২০২৫
রূপায়ণ গঙ্গোপাধ্যায়: বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্যর সঙ্গে দেখা করলেন গোর্খা জনমুক্তি মোর্চার রোশন গিরি। বুধবার সন্ধেয় সল্টলেকে বিজেপি দপ্তরেই হাজির হন রোশন-সহ গোর্খা জনমুক্তি মোর্চার আরও অনেকে। ছাব্বিশের বিধানসভা ভোটের আগে গোর্খা জনমুক্তি মোর্চা যে ফের বিজেপির সঙ্গে কথাবার্তা শুরু করেছে তা আগেই প্রকাশ্যে এসেছিল।
গত ৩১ জুলাই নিজাম প্যালেসে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর সঙ্গে দেখা করেছিলেন গোর্খা জনমুক্তি মোর্চার সুপ্রিমো বিমল গুরুং এবং তাঁর সঙ্গে ছিলেন রোশন গিরিও। বছর ঘুরলেই রাজ্যে বিধানসভা নির্বাচন। তার আগে বিমল-রোশনের সঙ্গে শুভেন্দুর সেদিনের বৈঠক যথেষ্ট তাৎপর্যপূর্ণ ছিল। আর এদিন পার্টি অফিসে শমীকের সঙ্গে বেশ কিছুক্ষণ বৈঠক করেন রোশন গিরি-সহ মোর্চার আরও কয়েকজন। শমীককে পাহাড়ে যাওয়ার আমন্ত্রণও রোশন এদিন করেছেন। বিধানসভা ভোটের আগে পাহাড়ে গোর্খা জনমুক্তি মোর্চা ও বিজেপির বন্ধুত্ব ক্রমশ গাঢ় হচ্ছে বলেই মনে করা হচ্ছে।
সূত্রের খবর, বিজেপি চেষ্টা করছে ছাব্বিশের বিধানসভা ভোটকে সামনে রেখে পাহাড়-সহ ডুয়ার্সে বিমল গুরুংদের ব্যবহার করতে। কারণ, ডুয়ার্স-সহ চা বলয়ে অনেকটাই জমি হারিয়ে ফেলেছে গেরুয়া শিবির। গত লোকসভা ভোটে প্রকাশ্যেই বিজেপির প্রার্থী রাজু বিস্তার পক্ষে প্রচারে নেমেছিলেন বিমলরা। বর্তমানে আবার কার্শিয়াঙের দলীয় বিধায়ক বিধায়ক বিষ্ণুপ্রসাদ শর্মার সঙ্গে বিজেপির সম্পর্ক এই মুহূর্তে মসৃণ নয়। এই পরিস্থিতিতে প্রথমে শুভেন্দু ও বুধবার শমীকের সঙ্গে দুই মোর্চা নেতার বৈঠক ইঙ্গিতবাহী বলে মনে করা হচ্ছে।