নিউটাউনে নাবালিকাকে ধর্ষণ ও খুনের ঘটনায় দোষী সাব্যস্তকে যাবজ্জীবনের সাজা
বর্তমান | ২৮ আগস্ট ২০২৫
নিজস্ব প্রতিনিধি, বারাসত: নিউটাউনে নারকীয়ভাবে নাবালিকা স্কুলছাত্রীকে ধর্ষণ ও খুনের ঘটনায় দোষী সাব্যস্ত সৌমিত্র রায়। আজ, বুধবার তাকে আমৃত্যু যাবজ্জীবনের সাজা দিলেন বারাসত পকসো আদালতের বিচারক। ঘটনার মাত্র ৭ মাসের মধ্যেই সমস্ত নথি ও সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে এদিন সাজা ঘোষণা করা হয়। আমৃত্যু যাবজ্জীবনের পাশাপাশি দেড় লক্ষ টাকা জরিমানাও করা হয়েছে। অনাদায়ে আরও ১৫ বছরের কারাবাস হবে দোষীর। জানা গিয়েছে, গত ৬ ফেব্রুয়ারি রাতে বোনের সঙ্গে ঝগড়া হয় ১৪ বছরের স্কুলছাত্রীর। মাকে চিরকূট লিখে রাতেই সে বাড়ি থেকে বেরিয়ে যায়। এরপর জগৎপুরের কাছে এসে কিছুটা ক্লান্ত হয়ে পড়ে। তখন বাড়ি ফেরার জন্য ওই নাবালিকা ছাত্রীটি সেখান থেকে সৌমিত্র রায়ের টোটোয় ওঠে। বাড়ির ঠিকানায় পৌঁছে দেওয়ার আশ্বাসও দিয়েছিল টোটোচালক। কিন্তু সৌমিত্র তাকে একা পেয়ে বাড়ি পৌঁছে না দিয়ে নিউটাউনের একাধিক এলাকা ঘোরানোর পর নিয়ে যায় লোহাপুলে। সেখানে নাবালিকাকে ধর্ষণ ও খুন করে সৌমিত্র। গত ৭ ফেব্রুয়ারি সকালে কিশোরীর অর্ধনগ্ন মৃতদেহ উদ্ধার হয়। পরনে ছিল নীল-খয়েরি রঙের হুডি। কিন্তু নিম্নাঙ্গের কোনও পোশাক মেলেনি। ছিল শরীরে আঘাতের চিহ্নও। মেলে রক্তের দাগ। ঘটনার পরের দিন অর্থাৎ ৮ ফেব্রুয়ারি রাতেই গ্রেপ্তার হয় অভিযুক্ত সৌমিত্র। পুলিস সূত্রে জানা গিয়েছে, এই মামলায় আদালতের কাছে মেডিক্যাল রিপোর্ট, ডিজিটাল, টেকনিক্যাল, বায়োলজিক্যাল তথ্য-সহ একগুচ্ছ প্রমাণ পেশ করা হয়। তাতে নাবালিকাকে ধর্ষণ ও খুনের ঘটনায় সৌমিত্র রায়ের যোগের প্রমাণ মেলে। দোষী সাব্যস্ত করা হয় তাকে। প্রায় ৭ মাস ধরে মামলা চলার পর আজ, বুধবার তার সাজা ঘোষণা করল বারাসত পকসো আদালত।