অভিষেক ব্যানার্জির উপর হামলার ছক! আম্বালা থেকে গ্রেপ্তার অবৈধ অস্ত্রের কারবারি...
আজকাল | ২৮ আগস্ট ২০২৫
আজকাল ওয়েবডেস্ক: একটি জনপ্রিয় সমাজমাধ্যমে তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জিকে প্রাণে মারার হুমকি দিয়ে হরিয়ানার আম্বালা থেকে গ্রেপ্তার হল এক যুবক। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃত যুবকের নাম শারিজুল শেখ। তার বাড়ি মুর্শিদাবাদের ডোমকল থানার অন্তর্গত আমিনাবাদ এলাকায়। হরিয়ানা পুলিশের সহায়তায় মঙ্গলবার তাকে আম্বালা থেকে গ্রেপ্তার করা হয়েছে বলে মুর্শিদাবাদ পুলিশ সূত্রে জানা গিয়েছে।
মুর্শিদাবাদ পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপার (লালবাগ) রাসপ্রীত সিং জানিয়েছেন ‘গত ২৪ আগস্ট মুর্শিদাবাদ পুলিশ জেলার সাইবার ক্রাইম থানায় এক ব্যক্তি অভিযোগ দায়ের করেন। সেই অভিযোগে জানানো হয় শারিজুল শেখ একটি জনপ্রিয় সমাজমাধ্যমে পোস্ট দিয়ে আগামী ১০ দিনের মধ্যে তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জির উপর হামলার হুমকি দিয়েছেন। দায়ের হওয়া এই অভিযোগের ভিত্তিতে আমরা তদন্ত শুরু করি। এরপর হরিয়ানা পুলিশের সহায়তায় ২৫ আগস্ট আম্বালা থেকে গ্রেপ্তার করা হয় শারিজুলকে।’ তিনি আরও জানান, ‘শারিজুলের বিরুদ্ধে অবৈধ অস্ত্র ব্যবসায় যুক্ত থাকার একাধিক অভিযোগ রয়েছে।’ এমনকী সোশ্যাল মিডিয়া ব্যবহার করে তিনি বেআইনি আগ্নেয়াস্ত্র এবং বোমা বিক্রির ব্যবসা করতেন বলেও পুলিশ সূত্রে জানা গিয়েছে। পুলিশ সূত্রে আরও জানা যায়, বিভিন্ন সমাজমাধ্যম থেকে ধৃত ব্যক্তির নানারকম পোস্ট উদ্ধার করেছে পুলিশ। সেখানে তাকে আগ্নেয়াস্ত্র এবং বোমা সমেত ছবি এবং ভিডিও পোস্ট করতে দেখা গিয়েছে। সেই সঙ্গে সমাজমাধ্যমে তার বিভিন্ন কথোপকথন উদ্ধার করেছে পুলিশ। তবে পুলিশি জিজ্ঞাসাবাদে ধৃত শারিজুল তার বিরুদ্ধে আনা অভিযোগ স্বীকার করে নিয়েছে বলেই জানা গিয়েছে।
পুলিশের একটি সূত্র জানায়, ধৃত যুবককে ট্র্যানজিট রিমান্ডে জেলায় নিয়ে আসা হচ্ছে। বৃহস্পতিবার তাকে ৭ দিনের পুলিশি হেফাজতের আবেদন জানিয়ে আদালতে পেশ করা হবে। ধৃতের বিরুদ্ধে মুর্শিদাবাদ জেলার অন্য কোনও থানায় কোনও অভিযোগ রয়েছে কিনা পুলিশ সেটাও খতিয়ে দেখছে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে জিজ্ঞাসাবাদে ধৃত ওই যুবক জানায়, বন্দুক হাতে ‘স্টেটাস’ দেওয়ার তার আসল উদ্দেশ্য ছিল ওই বন্দুক অন্য অস্ত্র কারবারিদের কাছে দেখানো। ধৃত যুবক আসলে ওই আগ্নেয়াস্ত্রটি বিক্রি করার চেষ্টা করছিল। অন্যদিকে এক যুবককে সমাজমাধ্যমের পাতায় আগ্নেয়াস্ত্র এবং বোমা বিক্রির বিজ্ঞাপন দিতে দেখে জেলার পুলিশ কর্তারা চমকে গিয়েছেন। অনেকেই মনে করছেন, আগামী বছরের বিধানসভা নির্বাচনের আগে দুষ্কৃতীদের কাছে বোমা এবং আগ্নেয়াস্ত্র বিক্রি করে কিছু যুবক দ্রুত টাকা আয়ের চেষ্টা করছেন এবং এই কাজে তারা সমাজমাধ্যমকে ব্যবহার করছেন। তবে ‘আগ্নেয়াস্ত্র বিক্রেতা’ শারিজুল ঠিক কী কারণে প্রকাশ্যে তৃণমূল নেতা অভিষেক ব্যানার্জিকে সমাজমাধ্যমের পাতায় হুমকি দিয়েছিল তা ভাবিয়ে তুলেছে পুলিশকে।