• মালগাড়ি বিকল, কয়েক ঘণ্টা পর লোকাল ট্রেন পরিষেবা স্বাভাবিক হল বজবজ শাখায় ...
    আজকাল | ২৮ আগস্ট ২০২৫
  • আজকাল ওয়েবডেস্ক:‌ বজবজ শাখায় ব্যাহত ট্রেন চলাচল। জানা গেছে, বুধবার দুপুরে বজবজ শাখায় সন্তোষপুর রেল স্টেশনের কাছে মালগাড়ি বিকল হয়ে যাওয়ায় পর পর স্টেশনে দাঁড়িয়ে পড়ে লোকাল ট্রেন। শিয়ালদহ দক্ষিণ শাখায় বজবজ লাইনে ব্যাহত হয় পরিষেবা। দুর্ভোগে পড়েন যাত্রীরা। 

    জানা গেছে, বুধবার দুপুরে মালগাড়ির ইঞ্জিন খারাপ হয়ে যাওয়ার কারণেই বজবজ–শিয়ালদহ শাখায় ট্রেন চলাচলে ব্যাঘাত ঘটে। লোকাল ট্রেন পরিষেবা বন্ধ হয়ে যায়। আর এই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ায় গোটা এলাকায়। স্থানীয় সূত্রে জানা গেছে, দক্ষিণ শাখার বজবজ–শিয়ালদহ লাইনে সন্তোষপুর রেল স্টেশনের কাছে বুধবার দুপুরে হঠাৎই একটি মালগাড়ির ইঞ্জিন খারাপ হয়ে যায়। আর এর ফলে দীর্ঘক্ষণ বজবজ–শিয়ালদহ শাখায় লোকাল ট্রেন পরিষেবা বন্ধ থাকে। ঘটনার খবর পেতেই হাজির হন রেলের আধিকারিকরা। বিকল হয়ে যাওয়া ওই মালগাড়ির ইঞ্জিন মেরামত করার পর পুনরায় ট্রেন চলাচল স্বাভাবিক হয়। 

    এদিকে, মালগাড়ির ইঞ্জিন খারাপ হয়ে যাওয়ার কারণে বেশ কয়েকটি লোকাল ট্রেন বাতিল করা হয়। রেল মারফত জানা গেছে, বুধবার দুপুর বারোটা নাগাদ বজবজ–শিয়ালদহ শাখায় একটি মালগাড়ির ইঞ্জিন বিকল হয়ে যায়। এর ফলে দাঁড়িয়ে পড়ে ওই মালগাড়িটি। দুর্ঘটনা এড়ানোর জন্য বজবজ–শিয়ালদহ শাখায় ট্রেন চলাচল বন্ধ রাখা হয়। ট্রেন চলাচল বন্ধ থাকার কারণে স্বাভাবিকভাবেই ভোগান্তির শিকার হন নিত্যযাত্রীরা। ট্রেন বন্ধ থাকার কারণে সন্তোষপুর, আকড়া, নুঙ্গি, সহ একাধিক স্টেশনে দাঁড়িয়ে পড়ে লোকাল ট্রেন। ট্রেনে থাকা যাত্রীরা অপেক্ষা করতে থাকেন কখন ট্রেন ছাড়বে। রেল কর্তৃপক্ষের তরফেই মাইকিং করে পরিস্থিতির কথা যাত্রীদের জানানো হয়। দীর্ঘ বেশ কয়েক ঘণ্টা পর রেলদপ্তরের ইঞ্জিনিয়ারদের তৎপরতায় পরিস্থিতি স্বাভাবিক হয়। বিকল হয়ে যাওয়া মালগাড়িটির ইঞ্জিন মেরামত করার পর ফের দুপুর তিনটে নাগাদ বজবজ–শিয়ালদহ শাখায় লোকাল ট্রেন পরিষেবা স্বাভাবিক হয়। পূর্ব রেলের শিয়ালদহ ডিভিশনের সিনিয়র জনসংযোগ আধিকারিক একলব্য চক্রবর্তী জানিয়েছেন, বুধবার দুপুর ১২টা ৪০ মিনিট নাগাদ মালগাড়িটিতে সমস্যা দেখা গিয়েছিল।‌ এর জেরে ওই লাইনে দুটি আপ এবং একটি ডাউন ট্রেন বাতিল করা হয়েছে। একটি ট্রেনের যাত্রাপথ মাঝেরহাট পর্যন্ত সংক্ষিপ্ত করা হয়। বেলা ২টো ২৫ মিনিট নাগাদ পরিস্থিতি ফের স্বাভাবিক হয়।

    এদিকে, চলন্ত ট্রেনে হকারদের হেনস্থার অভিযোগ উঠল। ট্রেন থেকে নামিয়ে গালিগালাজ, টানাটানি এমনকী মারধরের অভিযোগ উঠেছে আরপিএফের বিরুদ্ধে। বাঙালি বলে হকারদের হেনস্থা করা হয়েছে বলেও অভিযোগ উঠেছে। প্রতিবাদে হুগলির মানকুণ্ডু স্টেশনে রেল অবরোধ করে বিক্ষোভ করে হকারদের সংগঠন। স্থানীয় প্রশাসনের হস্তক্ষেপে হকারদের ছাড়ার প্রতিশ্রুতিতে ওঠে অবরোধ।

    বুধবার সকাল ১০টা নাগাদ হাওড়া বর্ধমান মেন শাখায় হকারদের চলন্ত ট্রেনে আরপিএফ জরিমানা করা হয় বলে অভিযোগ। শেওড়াফুলি ব্যান্ডেল এবং বালিতে বেশ কয়েকজন হকারকে আটকও করা হয় বলে দাবি। এমনকী গালিগালাজ, মারধর, মহিলা হকারদের হেনস্থার মতো গুরুতর অভিযোগও উঠেছে আরপিএফের বিরুদ্ধে। জাতীয় বাংলা সম্মেলন হকার সংগঠনের দাবি, বহু হকারকে আটক করা হয়েছে। সঙ্গে তাঁদের জিনিসপত্র বাজেয়াপ্তও করা হয়েছে। 

    এরপরই হকারদের নিঃশর্ত মুক্তির দাবিতে দুপুর ১২টা থেকে ট্রেন অবরোধ করে বিক্ষোভ দেখাতে থাকেন হকাররা। দীর্ঘ সময় পর স্থানীয় প্রশাসনের হস্তক্ষেপে হকারদের ছাড়ার প্রতিশ্রুতিতে ওঠে অবরোধ।

     
  • Link to this news (আজকাল)