• দশ বছরে ১৬ ফুটের গণেশ পুজো সুবোধ পার্কে
    এই সময় | ২৭ আগস্ট ২০২৫
  • এই সময়: ষোলো ফুট উঁচু মূর্তিতে গণেশ পুজোর আয়োজন করা হয়েছে টালিগঞ্জের বাঁশদ্রোণী সুবোধ পার্কে। স্থানীয় সনাতনী সঙ্ঘ আয়োজিত এই পুজো এ বারে দশ বছরে পা দিল। মঙ্গলবার সন্ধ্যায় পুজোর আনুষ্ঠানিক সূচনা করেন ইসকনের মহারাজ রাধাবল্লভ দাস এবং তাঁর সহযোগী রতন দাস।

    পুজোর প্রধান উদ্যোক্তা চিকিৎসক দেবজ্যোতি মজুমদার এবং অনির্বাণ চট্টোপাধ্যায় জানান, চারদিন ব্যাপী পুজোয় বিভিন্ন সমাজসেবামূলক অনুষ্ঠান হয়। মঙ্গলবার গণেশ মূর্তি উন্মোচনের পরে আর্থিকভাবে পিছিয়ে থাকা ১০০ জন মহিলার হাতে নতুন শাড়ি তুলে দেওয়া হয়েছে। বুধবার পুজো মণ্ডপে চক্ষুপরীক্ষা এবং স্বাস্থ্য শিবিরের আয়োজন করা হয়েছে। শুধু চক্ষু পরীক্ষা নয়, প্রয়োজন অনুযায়ী ৫০ জনকে বিনামূল্যে চশমা দেওয়া হবে।

    সুবোধ পার্ক সনাতনী সঙ্ঘের সদস্য আইনজীবী প্রতীক বসু, অমৃত শুক্লা, তৃষা সেন, সঙ্গীতা বসু বলেন, ‘সুবোধ পার্কে দুর্গাপুজোর মতোই গণেশ পুজোর চারদিন ব্যস্ততা থাকে। যত দিন যাচ্ছে এই পুজো এলাকার মানুষের কাছে জনপ্রিয় হচ্ছে। দর্শনার্থীদের ভিড়ও বাড়ছে।’

    পুজোর প্রধান উপদেষ্টা সঞ্জয় আগরওয়ালের কথায়,‘টালিগঞ্জ এলাকায় আমাদের গণেশ পুজো সবচেয়ে বড়। মণ্ডপ সজ্জা, আলোক সজ্জা, ভোগ বিতরণ, নিরঞ্জন শোভাযাত্রা সব কিছুতেই টালিগঞ্জ এলাকায় গণেশ পুজোর স্বতন্ত্র ঘরানা তৈরি করেছি আমরা।’
  • Link to this news (এই সময়)