• বিধাননগর জুড়ে বেহাল রাস্তার জেরে ভোগান্তি অব্যাহত
    আনন্দবাজার | ২৭ আগস্ট ২০২৫
  • দৃশ্য ১: বাগুইআটি খালপাড়ের রাস্তার মাধ্যমে সংযুক্ত রয়েছে একাধিক এলাকা। বহু মানুষ ওই রাস্তার উপরেই নির্ভরশীল। কিন্তু সেই রাস্তা বিপজ্জনক চেহারা নিয়েছে বর্ষায়। ভেঙেচুরে ইট বেরিয়ে পড়েছে। ছোট-বড় গর্তে ভরা পুরো রাস্তাই। উপরন্তু, নীচে এঁটেল মাটি থাকায় কর্দমাক্ত রাস্তা যাতায়াতের পক্ষে বিপজ্জনক হয়ে উঠেছে।

    দৃশ্য ২: সম্প্রতি সল্টলেকের এ কে এবং এ জে ব্লকের সংযোগস্থলে, চার রাস্তার মোড়ে গাড়ির ধাক্কায় জীবন্ত ঝলসে মৃত্যু হয়েছিল এক অ্যাপ-বাইক চালকের। সেই ঘটনার পরে রাস্তা নিয়ে সরব হয়েছিলেন বাসিন্দারা। বিধাননগর পূর্ব থানা থেকে এ জে ব্লকের রাস্তা বিপজ্জনক বলে অভিযোগ তুলেছিলেন তাঁরা। রাস্তার এক পাশে কাজের জন্য খোঁড়া হয়েছিল। মেরামতি হলেও লাগাতার বৃষ্টিতে সেই তাপ্পি উঠে গিয়ে রাস্তা ফের ভেঙেচুরে গিয়েছে। কোথাও কোথাও বড় বড় গর্ত তৈরি হয়েছে। এর জেরে ওই রাস্তায় চলাচলের পরিসর কমেছে। ফলে, দুর্ঘটনার আশঙ্কা তৈরি হয়েছে বলে অভিযোগ।

    দৃশ্য ৩: বিধাননগরের ৩৬ নম্বর ওয়ার্ডের শান্তিনগর থেকে ছয়নাবিমুখী রাস্তা ছোট-বড় গর্তে ভরেছে। গোটা রাস্তা ভেঙেচুরে গিয়ে বিপজ্জনক অবস্থা তৈরি হয়েছে। স্কুল, কলেজের পড়ুয়া থেকে অফিসযাত্রীদের দুর্ভোগে পড়তে হচ্ছে। ওই রাস্তা দিয়ে গাড়ি নিয়ে যেতে অসুবিধা হচ্ছে চালকদের। রাতে সমস্যা আরও বাড়ছে। বার বার বলা হলেও মেরামতির কোনও উদ্যোগ দেখা যাচ্ছে না বলেই অভিযোগ বাসিন্দাদের।

    বিধাননগর পুরসভার অধীনস্থ সল্টলেক, রাজারহাট-গোপালপুর অথবা সংযুক্ত এলাকার একাধিক জায়গায় রাস্তার ছবি কম-বেশি এমনই বলে অভিযোগ। যদিও পুরকর্তাদের একাংশের দাবি, লাগাতার বৃষ্টিতে সমস্যা হয়েছে। বৃষ্টি থামলে প্রয়োজনীয় পদক্ষেপ করা হবে।

    ওই পুরসভার ১৭ নম্বর ওয়ার্ডের বাসিন্দা তাপস ভৌমিক জানালেন, ছ’মাস ধরে বাগুইআটি খালধারের রাস্তার ভয়াবহ অবস্থা। বাড়িতে দুরারোগ্য রোগে আক্রান্ত আত্মীয়কে চিকিৎসা করাতে নিতে যেতে নিত্য ভোগান্তির মুখে পড়ছেন তাঁরা। রেখা ধর নামে স্থানীয় আর এক বাসিন্দা জানালেন, কয়েক মাস ধরে রাস্তা চলাচলের অনুপযুক্ত হয়ে রয়েছে। প্রশাসনের অবিলম্বে বিষয়টি দেখা প্রয়োজন। একই অভিযোগ শোনা গিয়েছে শান্তিনগর থেকে শুরু করে কেষ্টপুরের বাসিন্দাদের মুখেও। ১৭ নম্বর ওয়ার্ডের পুরপ্রতিনিধি আশুতোষ নন্দী জানালেন, ওই খালপাড়ের রাস্তা মেরামত করা হয়েছিল। কিন্তু জল সরবরাহ প্রকল্পের পাইপলাইনের জন্য রাস্তা খুঁড়তে হয়েছে। তবে, পুজোর আগেই ওই রাস্তা আগের চেহারায় ফিরিয়ে দেওয়া হবে বলে দাবি করেন তিনি।

    বিধাননগর পুরসভার মেয়র পারিষদ (নিকাশি) দেবরাজ চক্রবর্তী ইতিমধ্যেই বেশ কয়েকটি জায়গা পরিদর্শন করেছেন। তিনি জানিয়েছিলেন যে, রাজারহাট-গোপালপুরে সার্বিক ভাবে নর্দমা, রাস্তার আধুনিকীকরণের কাজ শুরু হয়েছে। বৃষ্টি-সহ কিছু কারণে সমস্যা হয়েছে।বিধাননগর পুরসভার ডেপুটি মেয়র অনিতা মণ্ডল জানান, বর্ষার আগেই মেরামতির কাজ শুরু হয়েছিল। লাগাতার বৃষ্টির জেরে ফের রাস্তা খারাপ হয়েছে। কাজেরগতিও ব্যাহত হয়েছে। তবে পুজোর আগে বিশেষ গুরুত্ব দিয়ে বেহাল রাস্তাগুলি চলাচলের উপযুক্ত করে তোলা হবে।
  • Link to this news (আনন্দবাজার)