• আর জি কর হাসপাতালে সিআইএসএফ আর কত দিন, মিলছে না উত্তর
    আনন্দবাজার | ২৭ আগস্ট ২০২৫
  • প্রতিবাদ-আন্দোলনের মাঝেই এক দল বহিরাগত ঢুকে তাণ্ডব চালিয়েছিল আর জি কর মেডিক্যাল কলেজ হাসপাতালে। সেই ঘটনা পর্যবেক্ষণ করে শহরের ওই মেডিক্যাল কলেজের নিরাপত্তার দায়িত্ব সিআইএসএফের হাতে তুলে দিয়েছিল সুপ্রিম কোর্ট। তার পর থেকে আজও ওই রাজ্য সরকারি হাসপাতালে মোতায়েন রয়েছেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানেরা। যদিও আর কত দিন আর জি করে বাহিনীকে মোতায়েন থাকতে হবে, তা জানেন না জওয়ানেরাও।

    গত ১৪ অগস্টের রাতে অনেক জওয়ানেরই প্রশ্ন ছিল, ‘‘হাসপাতাল থেকে ছুটি কবে মিলবে?’’ যদিও পুনরায় সুপ্রিম কোর্টের নির্দেশ না আসা পর্যন্ত আর জি কর থেকে সিআইএসএফ নিরাপত্তা সরবে না বলেই প্রশাসন সূত্রের খবর। গত বছরের ২০ অগস্ট সুপ্রিম কোর্ট কলকাতার ওই মেডিক্যাল কলেজে সিআইএসএফ-কে নিরাপত্তা দেওয়ার নির্দেশ দিয়েছিল। ২২ অগস্ট থেকে বাহিনীকে মোতায়েন করা হয় হাসপাতাল চত্বরে। জানা যাচ্ছে, পুরুষ ও মহিলা মিলিয়ে দৈনিক ৭৪ জন জওয়ান মোতায়েন থাকেন আর জি করের নিরাপত্তায়। এ রাজ্য এবং ওড়িশা মিলিয়ে মোট ৩২টি ইউনিট থেকে ওই জওয়ানদের এখানে এনে মোতায়েন করা হয়েছে। এক বছর আগের ১৪ অগস্টের রাতের অভিজ্ঞতার কথা মাথায় রেখে এ বার আগাম সতর্কতা হিসাবে ওই দিন অতিরিক্ত আরও ৩৪ জন জওয়ানকে মোতায়েন করা হয়েছিল।

    বিভিন্ন শিল্প প্রতিষ্ঠান, বিমানবন্দর, ঐতিহাসিক স্থান, গুরুত্বপূর্ণ সরকারি কার্যালয়, পারমাণবিক ক্ষেত্র এবং বিদ্যুৎ কেন্দ্রে নিরাপত্তা রক্ষার দায়িত্বে মূলত থাকে সিআইএসএফ। এ ছাড়াও, অমরনাথ যাত্রা-সহ অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয়ে ওই বাহিনীকে নিরাপত্তার দায়িত্বে পাঠানো হয়। এখন আর জি করে প্রতিদিন যে সমস্ত রোগী আসেন, তাঁরা কে কোথায় যাবেন, তা জিজ্ঞাসা করে খতিয়ে দেখেন কেন্দ্রীয় বাহিনীর ওই জওয়ানেরা। তাঁদের অনেকেই বলছেন, ‘‘প্রায় এক বছর ধরে হাসপাতালে এই কাজই করতে হচ্ছে। এটা কি আমাদের কাজের চরিত্রের সঙ্গে মেলে?’’

    সূত্রের খবর, আর জি কর চত্বরের পরিস্থিতি এখন শান্তিপূর্ণ। মাঝেমধ্যে আন্দোলন, সমাবেশ ছাড়া তেমন কোনও কর্মসূচিও হচ্ছে না। সিআইএসএফের শীর্ষ স্তরের তরফে স্বরাষ্ট্র মন্ত্রককে বিষয়টি জানানোও হয়েছে। জানা যাচ্ছে, দেশের সর্বোচ্চ আদালতের নির্দেশে আর জি করে সিআইএসএফ মোতায়েন হয়েছিল। তাই সেখান থেকে যেতে গেলেও সুপ্রিম কোর্টের নির্দেশ প্রয়োজন।
  • Link to this news (আনন্দবাজার)