• রোগী-তথ্য সহজে পেতে নিউ টাউনে অনলাইনে প্রেসক্রিপশন ব্যবস্থা
    আনন্দবাজার | ২৭ আগস্ট ২০২৫
  • রোগীদের সুবিধার জন্য নিউ টাউনের স্বাস্থ্য কেন্দ্রগুলিতে ই-প্রেসক্রিপশন ব্যবস্থা চালু করা হল। নিউ টাউন কলকাতা ডেভেলপমেন্ট অথরিটি (এনকেডিএ) জানাচ্ছে, এত দিন রোগীরা এসে চিকিৎসকের কাছ থেকে প্রেসক্রিপশন নিতেন। কিন্তু দেখা যাচ্ছিল, পরে অনেক ক্ষেত্রেই সেই চিকিৎসার রিপোর্ট দিতেআসার সময়ে তাঁরা প্রেসক্রিপশন আনছেন না। এর ফলে বিভ্রান্ত হচ্ছিলেন চিকিৎসকেরাও। ই-প্রেসক্রিপশন চালু হওয়ার ফলে সংশ্লিষ্ট রোগীর সব তথ্য অনলাইনে সংরক্ষিত থাকবে।

    প্রসঙ্গত, শহর নিউ টাউনে বেশির ভাগ উচ্চবিত্তের বসবাস। খুব প্রয়োজন ছাড়া তাঁরা প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে যান না। বরং, নিউ টাউনের গ্রামীণ এলাকা থেকে বহু মানুষ স্বাস্থ্য কেন্দ্রে আসেন। এনকেডিএ-র এক পদস্থ আধিকারিক জানাচ্ছেন, অনেক সময়েই দেখা যাচ্ছিল, গ্রামাঞ্চলের মানুষ স্বাস্থ্য কেন্দ্রে এক বার চিকিৎসককে দেখিয়ে যাওয়ার পরে দ্বিতীয় বার আসার সময়ে প্রেসক্রিপশন আনেননি। প্রথম বার চিকিৎসক তাঁকে কী ওষুধ দিয়েছিলেন, তা-ও তাঁরা বলতে পারেননি।

    ওই আধিকারিকের কথায়, ‘‘এমন পরিস্থিতিতে ই-প্রেসক্রিপশন সহায়ক হবে। রোগীর নাম বললেই সিস্টেম থেকে তাঁর সম্পর্কে সমস্ত তথ্য পাওয়া যাবে। প্রয়োজনে স্বাস্থ্য কেন্দ্র থেকে ফোন করে রোগীকে চেক-আপের জন্য ডেকেও নেওয়া যেতে পারে।’’ এনকেডিএ জানাচ্ছে, রাজ্য স্বাস্থ্য দফতরের তত্ত্বাবধানেই ই-প্রেসক্রিপশন ব্যবস্থা কার্যকর করা হবে। স্বাস্থ্য কেন্দ্র থেকেই রোগীর তথ্য আপলোড করা হবে স্বাস্থ্য দফতরের পোর্টালে।
  • Link to this news (আনন্দবাজার)