• ‘খুনে’র সুপারি নেওয়ার জন্য ছাপিয়েছিল ভিজিটিং কার্ড! ৩ বছর পর এবার অস্ত্র-সহ গ্রেপ্তার ক্যানিংয়ের কুখ্যাত বুলেট
    প্রতিদিন | ২৭ আগস্ট ২০২৫
  • দেবব্রত মণ্ডল, ক্যানিং: নিজের নামে ভিজিটিং কার্ড ছাপিয়ে ‘খুনে’র সুপারি নেওয়ার বিজ্ঞাপন প্রচার করেছিল এক দুষ্কৃতী। হইচই পড়ে যাওয়ায় গ্রেপ্তার করা হয়েছিল। ফের তাকে গ্রেপ্তার করল পুলিশ। এবার অস্ত্র-সহ গ্রেপ্তার হল কুখ্যাত দুষ্কৃতী মহম্মদ সেলিম মোল্লা ওরফে বুলেট। ঘটনাটি দক্ষিণ ২৪ পরগনার ক্যানিংয়ের গোলাবাড়ি এলাকার।

    পুলিশ সূত্রে জানা গিয়েছে, জামিনে মুক্ত ছিল এই কুখ্যাত বুলেট। তার বাড়ি ক্যানিংয়ের আমতলা এলাকায়। মঙ্গলবার গোলাবাড়ি এলাকায় তাকে ঘোরাঘুরি করতে দেখে পুলিশের কাছে খবর যায়। গোলাবাড়ি থানার পুলিশ তাকে পাকড়াও করে জিজ্ঞাসাবাদ শুরু করে। তল্লাশি চালাতেই কুখ্যাতের থেকে বেরিয়ে পড়ে একটি আগ্নেয়াস্ত্র ও কার্তুজ। তারপরই পুলিশ তাকে গ্রেপ্তার করে। কোন দুষ্কর্ম করার জন্য ওই এলাকায় ঘুরছিল সে? তার কাছে অস্ত্র এল কোথা থেকে? সেই বিষয়টি জিজ্ঞাসাবাদ করে জানার চেষ্টা করছে পুলিশ।

    জানা গিয়েছে, বছর তিনেক আগে এই মহম্মদ সেলিম মোল্লা ওরফে বুলেট খবরের শিরোনামে উঠে এসেছিল। দক্ষিণ ২৪ পরগনার বিভিন্ন জায়গায় একটি বিজ্ঞাপন ছড়িয়েছিল। নিজের নামে সুপারি নেওয়ার জন্য ভিজিয়িং কার্ড ছাপিয়েছিল সে। লেখা হয়েছিল, ‘হাফ ও ফুল মার্ডার করা হয়।’ নিজের মোবাইল ফোন নম্বরও সেখানে দেওয়া হয়েছিল। সেই ঘটনা জানার পরেই পুলিশ তদন্তে নেমে বুলেটকে গ্রেপ্তার করেছিল। পরে সে জামিনে মুক্ত হয়।
  • Link to this news (প্রতিদিন)