• সাত দিনেই দুই জেলার ব্লক সভাপতিদের নাম ঘোষণার কথা
    আনন্দবাজার | ২৭ আগস্ট ২০২৫
  • সাত দিনের মধ্যে মুর্শিদাবাদের দুই সাংগঠনিক জেলাতেই মূল ও শাখা সংগঠনের ব্লক সভাপতিদের নাম ঘোষণা করা হবে। মঙ্গলবার কলকাতায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে জঙ্গিপুরের সাংগঠনিক জেলার নেতাদের বৈঠকে তা জানিয়ে দেওয়া হল বিধায়ক ও জেলা নেতৃত্বকে। বৈঠকে অভিষেক ছাড়াও ছিলেন তৃণমূলের রাজ্য সভাপতি সুব্রত বক্সী। এই বৈঠকের পরেই ব্লক সভাপতিদের নামের তালিকা পাঠানো হবে দলনেত্রীর কাছে। তিনি তাতে স্বাক্ষর করলেই তা ঘোষণা করা হবে। বহরমপুর সংগঠনের নেতাদের সঙ্গে দুই রাজ্য নেতার বৈঠক আগেই হয়েছে। ব্লক সভাপতিদের নাম ঘোষণা হবে এক সঙ্গেই।

    বৈঠকে ছিলেন জঙ্গিপুর জেলার ৯ বিধায়ক ও জেলা সভাপতি খলিলুর রহমান। বিধায়ক জাকির হোসেন জেলার চেয়ারম্যান। তবে বৈঠকে যোগ দিলেও সাগরদিঘির বিধায়ক বাইরন বিশ্বাস বৈঠকের শুরুতেই সুগার কমে যাওয়ায় অসুস্থ হয়ে পড়েন। তাঁকে সঙ্গে সঙ্গে হাসপাতালে নিয়ে যাওয়ার ব্যবস্থা করায় তিনি বৈঠকে কার্যত অনুপস্থিত থাকেন।

    সূত্রের খবর, এ দিনের বৈঠকে সাগরদিঘি ও রঘুনাথগঞ্জ ১ ব্লক ছাড়া মূল ও শাখা সংগঠনের ব্লক সভাপতিদের নাম প্রায় চূড়ান্ত হয়েছে। দলের বিধায়কদের সম্মতি রয়েছে যাঁদের ক্ষেত্রে তাঁরাই মূলত সভাপতি হিসেবে দায়িত্ব পাচ্ছেন।

    বিধায়ক জাকির হোসেন সমর্থন জানালেও রঘুনাথগঞ্জ ১ ব্লক সভাপতি হিসেবে গৌতম ঘোষের নাম নিয়ে ঐকমত্য না হওয়ায় তাঁর সভাপতি হওয়ার বিষয়টি স্থগিত রাখা হয়েছে এদিন। বিধায়ক না থাকায় সাগরদিঘির ব্লক সভাপতির নামও চূড়ান্ত হয়নি। তবে কোনও ভাবেই বর্তমান সভাপতিকে পদে রাখা হচ্ছে না তার ইঙ্গিত দিয়ে দেওয়া হয়েছে।

    এ দিনের বৈঠকে লালগোলা, জঙ্গিপুর, শমসেরগঞ্জ ও ফরাক্কা বিধানসভায় লোকসভা নির্বাচনে পিছিয়ে থাকার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন সুব্রত বক্সী ও অভিষেক বন্দ্যোপাধ্যায় দুই নেতাই।

    বিধানসভা নির্বাচনে জেতা সত্ত্বেও কেন এই ৪ কেন্দ্রে তৃণমূল পিছিয়ে পড়ল লোকসভায়, তার কারণ খতিয়ে দেখে এই চার কেন্দ্রে জোর দিতে বলা হয়েছে। কেন এই পরাজয়, কোথায় ঘাটতি থাকলে তা সংশোধন করতে হবে।

    দলীয় কোন্দল মেটানোর উপরে জোর দেওয়া হয়েছে। কারণ রাজ্য নেতৃত্ব মনে করছেন, ৪ কেন্দ্রেই দলের মধ্যে তীব্র ঘরোয়া কোন্দল রয়েছে। তা মেটাতে হবে।

    খলিলুর রহমানকে নির্দেশ দেওয়া হয়েছে, বিধায়ক ও সভাপতিদের নিয়ে জেলা স্তরে মাসে দুবার করে বৈঠক করতেই হবে।
  • Link to this news (আনন্দবাজার)