• আধুনিকতা এবং সৌন্দর্যের মেলবন্ধনে বাংলার সেরা মাফেল
    আজকাল | ২৭ আগস্ট ২০২৫
  • মিল্টন সেন,হুগলি:  বাংলার সবচেয়ে বড় ইন্টেরিয়র পুরস্কার সাইনিং স্টার অ্যাওয়ার্ড অফ বেঙ্গল ছিনিয়ে নিল মাফেল। আধুনিকতা এবং সৌন্দর্যের মেলবন্ধনে বাংলায় সেরা মাফেল।  সম্প্রতি ব্যারাকপুর সুকান্ত সদনে আয়োজিত সাইনিং স্টার অ্যাওয়ার্ড অফ বেঙ্গল অনুষ্ঠানে মাফেল গ্রূপের কর্ণধার কমল সাহার হাতে এই পুরস্কার তুলে দেন অভিনেত্রী নুসরত জাহান। এত বড় পুরস্কার অর্জন করতে পেরে খুশি মাফেলের কর্ণধার। তিনি ধন্যবাদ জানিয়েছেন গোটা মাফেল গ্রুপকে। কমল সাহা জানান, মাফেল গ্রূপের প্রত্যেক সদস্যর অক্লান্ত পরিশ্রম আজ এই সাফল্য এনে দিয়েছে।

    ২০২০ সালে করোনার সময়ে মাত্র চারজনকে সঙ্গে নিয়ে পথ চলা শুরু হয়েছিল মাফেলের। এক চিলতে ঘরকে ইন্টেরিয়র ডিজাইন করার মাধ্যমে প্রথম কাজ শুরু করে তারা। তখন তাঁদের করা সেই ইন্টেরিয়র ডিজাইন ভূয়সী প্রশংসা লাভ করে। বর্তমানে অফিস, বাড়ি, আবাসন থেকে শুরু করে বড় বড় গ্রূপের কমপ্লেক্স ইন্টিরিয়র ডিজাইন করে প্রশংসা কুড়োচ্ছেন তারা। 

    স্বপ্ন আপনার নিজের কিন্তু তা বাস্তবে রূপান্তরিত করে চলেছে মাফেল এপ্লিয়েন্সেস এন্ড ইন্টেরিয়র প্রাইভেট লিমিটেড। বাংলার প্রায় প্রত্যেক জেলাতেই রয়েছে সংস্থার অফিস। এখন প্রায় শতাধিক মানুষ কর্মক্ষেত্রে মাফেলের সাথে যুক্ত। বর্তমানে কর্মক্ষেত্র থেকে ঘরের সৌন্দর্য্য নতুন দিশা দেখাচ্ছে মাফেল। কমল সাহা বলেন, প্রত্যেকের স্বপ্ন একটা সাজানো গোছানো নিজস্ব ঘর। বর্তমানে সেই ঘর সাজানোর দায়িত্ব কাঁধে তুলে নিয়েছে মাফেল। নিম্ন, মধ্যবিত্ত থেকে সমস্ত শ্রেণীর মানুষের সাধ্যর মধ্যে তাঁদের শখ পূরণ করে চলি আমরা। পাশাপাশি অনেক মানুষের জীবন জীবিকা নির্বাহ করে চলেছে এই গ্ৰুপ। চার জনকে সঙ্গে নিয়ে পথচলা শুরু হলেও বর্তমানে প্রায় শতাধিক মানুষ এই কাজের সঙ্গে যুক্ত। ব্যবসা বাড়ছে তাই লোকবলও বেড়েছে। 

    তিনি আরও বলেন, আজ বাংলার অনেক মানুষের কর্মসংস্থান হয়েছে মাফেলের হাত ধরে। সমগ্র বাংলা এবং বাংলার বাইরেও কাজ করে চলেছে মাফেল গ্ৰুপ। বাংলায় বাঙালি হিসেবে ব্যবসায় প্রতিষ্ঠিত হতে পেরে আমি গর্বিত। আগামী দিনে ভালো কাজের মাধ্যমে আরও পুরস্কার তাঁদের ঝুলিতে আসুক এখন সেটাই লক্ষ্য।
  • Link to this news (আজকাল)