• ‘মমতার বিরুদ্ধে নেমে আত্মঘাতী গোল’, বিজেপির উপরে ক্ষুব্ধ RSS, কেন জানেন
    এই সময় | ২৭ আগস্ট ২০২৫
  • বাংলায় কথা বললেই বাংলাদেশি তকমা দিয়ে হেনস্থা করা হচ্ছে বলে অভিযোগ তৃণমূলের। বিজেপি অবশ্য যাবতীয় অভিযোগ উড়িয়ে দাবি করেছে, বাংলাদেশী অনুপ্রবেশকারীদের রুখতেই এই পদক্ষেপ। তবে এই নিয়ে বিজেপির সঙ্গে একমত নয় RSS। বরং লাগাতার এমন ঘটনায় সঙ্ঘের শীর্ষ নেতৃত্ব ব্যাপক অসন্তুষ্ট। ইন্ডিয়া টুডে-র একটি প্রতিবেদনে এমনটাই দাবি করা হয়েছে।

    ২০২৬ সালে বাংলায় বিধানসভা নির্বাচন। তার আগে এই পদক্ষেপ ‘আত্মঘাতী গোল’-এর সমান। এমনটাই মনে করছেন RSS-এর শীর্ষ নেতৃত্ব। তাঁরা স্পষ্ট জানিয়ে দিয়েছেন, বিজেপি নিজেই পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে অস্ত্র তুলে দিচ্ছে।

    প্রতিবেদন অনুযায়ী, দেশের বিভিন্ন প্রান্তে বিশেষ করে বিজেপি শাসিত রাজ্যগুলিতে বাংলায় কথা বলার জন্য হেনস্থার ঘটনাকে যথেষ্ট গুরুত্ব দিয়ে দেখছে রাষ্ট্রীয় স্বয়ং সেবক সঙ্ঘ। বিশেষ করে পরিযায়ী শ্রমিকদের সঙ্গে যা ঘটছে, তাতে সঙ্ঘ-নেতৃত্ব উদ্বিগ্ন। এই নিয়ে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়লবিশ এবং কেন্দ্রীয় সরকারের একজন গুরুত্বপূর্ণ মন্ত্রীর সঙ্গে আলোচনাও করেছেন সংগঠনের শীর্ষ নেতৃত্ব। তাঁরা স্পষ্ট জানিয়ে দিয়েছেন, বাংলায় কথা বলার জন্য কোনও বৈধ ভারতীয় নাগরিককে শত্রু মনে করা উচিত নয়।

    সঙ্ঘের এক নেতা ইন্ডিয়া টুডে-কে জানিয়েছেন, দিন পনেরো আগে সংগঠনের এক শীর্ষ নেতা ফড়নবিশের সঙ্গ বৈঠকে বসেছিলেন। সেখানে তিনি স্পষ্ট জানান, অবৈধ অনুপ্রবেশ আটকাতে হবে ঠিকই। কিন্তু তা করতে গিয়ে বাংলাভাষীদের হেনস্থা করা চলবে না। এমন পদক্ষেপে বাঙালি সম্প্রদায়কে অযথা দূরে ঠেলে দেওয়া হচ্ছে।

    গত জুলাই মাসে দিল্লি লোধি কলোনি থানার পক্ষ থেকে অনুবাদক চেয়ে একটি বিজ্ঞপ্তি জারি করা হয়। সেখানে বাংলাকে ‘বাংলাদেশি ভাষা’ বলে উল্লেখ করেন থানা কর্তৃপক্ষ। এতে বিতর্কের আগুনে ঘি পড়ে। কিন্তু বিজেপির শীর্ষ নেতারা লোধি কলোনি থানার পাশেই দাঁড়ান। সঙ্ঘের মতে, এই ব্যাখ্যা দুর্ভাগ্যজনক। ইন্ডিয়া টুডে-কে সংগঠনের এক নেতা বলেছেন, ‘অমিত শাহজিকে আমরা বিষয়টা জানিয়েছি। এই ধরনের ঘটনা সহজেই এড়ানো যেত।’
  • Link to this news (এই সময়)