মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভারতের উপর অতিরিক্ত ২৫ শতাংশ শুল্ক আরোপের জন্য যে সময়সীমা বেঁধে দিয়েছিলেন, তা আজ, ২৭ অগস্ট থেকে শুরু হচ্ছে। এর সঙ্গে ভারতের রফতানিকৃত পণ্যের উপর ৫০ শতাংশ শুল্ক (২৫+ ২৫) আরোপ করা হবে।মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের এই পদক্ষেপের ফলে ভারত থেকে আমেরিকায় রফতানি হওয়া চিংড়ি, রেডিমেড পোশাক, চামড়া, রত্ন এবং গয়নার মতো শ্রম-নির্ভর শিল্পের উপর মারাত্মক প্রভাব পড়বে বলে আশঙ্কা করা হচ্ছে।
ইন্ডিয়া জোটের উপরাষ্ট্রপতি পদপ্রার্থী বি সুদর্শন রেড্ডি দিল্লিতে ইন্দ্রজিৎ গুপ্তা মার্গে বেলা ৩টে নাগাদ হরকিষেণ সিং সুরজিৎ ভবনে সিপিএম নেতৃত্বের সঙ্গে দেখা করবেন। মূলত উপরাষ্ট্রপতি পদপ্রার্থী হিসেবে সমর্থন আদায় এবং শুভেচ্ছা বিনিময় করবেন তিনি। এর আগে তিনি তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এমকে স্ট্যালিন ও অন্যান্য সাংসদের সঙ্গে দেখা করতে চেন্নাই গিয়েছিলেন।
বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি কলকাতা হাওড়া, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর জেলার কিছু কিছু এলাকায়।বুধবার থেকে শুক্রবার বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা কালিম্পং, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার জেলায়। বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি সব জেলাতেই।
কলকাতা লিগে আজ, বুধবার দু’টো ম্যাচ। নৈহাটির বঙ্কিমাঞ্জলি স্টেডিয়ামে নামছে মোহনবাগান সুপার জায়ান্ট। প্রতিপক্ষ ক্যালকাটা কাস্টমস ক্লাব। ব্যারাকপুরের বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় স্টেডিয়ামে দিনের অন্য ম্যাচে নামছে সুরুচি সংঘ ও রেলওয়ে এফসি। দু’টো ম্যাচই শুরু হবে দুপুর তিনটে থেকে।