নিজস্ব প্রতিনিধি, দক্ষিণ ২৪ পরগনা: স্ত্রীকে খুন করার অভিযোগে গ্রেপ্তার করা হল স্বামীকে। সোমবার রাতে ঘটনাটি ঘটেছে বাসন্তী থানার কৃষ্ণনগর এলাকায়। মৃতের নাম ময়না মোল্লা (৩২)। জানা গিয়েছে, স্বামী মইদুল মোল্লার একাধিক বিবাহ বহির্ভূত সম্পর্ক ছিল। সম্প্রতি আরেকটি বিয়েও করেছিলেন তিনি। এই নিয়ে ময়নার সঙ্গে অশান্তি লেগেছিল। মৃতের বাড়ির লোকজনের অভিযোগ, এর জেরে প্রায়ই মারধর করা হতো তাঁদের মেয়েকে। তদন্তে পুলিস জানতে পেরেছে, সোমবার রাতে গামছার ফাঁস লাগিয়ে শ্বাসরোধ করে খুন করা হয় ওই বধূকে। মঙ্গলবার সকালে ধৃতকে আলিপুর আদালতে তোলা হলে বিচারক ২ সেপ্টেম্বর পর্যন্ত পুলিস হেফাজতের নির্দেশ দিয়েছেন। যদিও এই অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করেছেন অভিযুক্ত পক্ষের আইনজীবী সব্যসাচী রায় (চন্দন)।