দ্বিতীয়বার টেন্ডারের পর মাটি পরীক্ষা শুরু মুড়িগঙ্গা নদীতে
বর্তমান | ২৭ আগস্ট ২০২৫
সংবাদদাতা, কাকদ্বীপ: সাগরের মুড়িগঙ্গা নদীতে সেতু তৈরি করার জন্য আবার নতুন করে টেন্ডার করা হয়েছে। তারপরই নদীর উপরে ক্যাম্প বানিয়ে মাটি পরীক্ষার কাজ শুরু হল। লট আটের পাড় থেকে কিছুটা দূরে নদীর উপরে চারটে খুঁটি পুঁতে অস্থায়ী ক্যাম্প বানানো হয়েছে। ওই অস্থায়ী ক্যাম্পে থেকে কর্মীরা মাটি পরীক্ষা করছেন। জানা গিয়েছে, মুড়িগঙ্গা নদীর উপর সেতু তৈরি করার জন্য প্রথমবার যে টেন্ডার করা হয়েছিল, বিশেষ কারণবশত সেটি বাতিল হয়ে যায়। এরপর চলতি মাসে দ্বিতীয়বার টেন্ডার ঝোলানো হয়। তারপরই এই মাটি পরীক্ষার কাজ শুরু হয়েছে। প্রশাসন সূত্রে জানা গিয়েছে, প্রায় এক মাস ধরে এই কাজ চলবে। দ্বিতীয়বার টেন্ডার হওয়ায় নতুন করে মাটি পরীক্ষা করা হচ্ছে। নিজস্ব চিত্র