• পুজোর আগে রাস্তা যানজট মুক্ত করতে উদ্যোগী পুলিস
    বর্তমান | ২৭ আগস্ট ২০২৫
  • সংবাদদাতা, কাকদ্বীপ: পুজোর আগে রাস্তা যানজট মুক্ত করতে উদ্যোগী পুলিস প্রশাসন। মঙ্গলবার সকালে বিশাল পুলিস বাহিনী কাকদ্বীপ বাসস্ট্যান্ড থেকে শ্মশানকালী মন্দির পর্যন্ত অভিযান চালায়। এরপরই তাঁরা কাকদ্বীপ হাসপাতালে যাওয়ার রাস্তা যানজট মুক্ত করে। ফুটপাত দখল করে যে সকল ব্যবসায়ীরা ব্যবসা করছেন, তাঁদের সরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়। এছাড়াও টোটো ও জিও গাড়ির চালকদের বেশ কয়েকটি নির্দেশ দেওয়া হয়েছে। তাঁদের জাতীয় সড়কের যেখানে সেখানে দাঁড়াতে বারণ করা হয়েছে। বাস গাড়ি গুলিকেও নির্দিষ্ট স্ট্যান্ডে দাঁড়িয়ে যাত্রী ওঠাতে ও নামাতে বলা হয়েছে। জানা গিয়েছে, কাকদ্বীপের ফুটপাত দখল করে বিভিন্ন জায়গায় ব্যবসায়ীরা দোকান দিচ্ছিলেন। তাই ফুটপাত দিয়ে পথচারীরা ঠিকমতো হাঁটাচলা করতে পারতেন না। এছাড়াও জাতীয় সড়কের বিভিন্ন জায়গায় টোটো, জিও এবং বাস দাঁড়িয়ে থাকতো। তাই বাজারে যানজটও তৈরি হতো। বিশেষত অফিস ও স্কুল শুরুর সময়ে রাস্তা দিয়ে সাধারণ মানুষ সুষ্ঠুভাবে হাঁটাচলা করতে পারত না। এই খবর বেশ কিছুদিন ধরে পুলিস প্রশাসনের কাছে যাচ্ছিল। এরপরই কাকদ্বীপ থানার আইসি সঞ্জয় বিশ্বাসের নেতৃত্বে এদিন অভিযান চালানো হয়।  নিজস্ব চিত্র
  • Link to this news (বর্তমান)