পুজোর আগে রুফটপ রেস্তরাঁ খুলবে কোন শর্তে, নজরে আজকের বৈঠক
বর্তমান | ২৭ আগস্ট ২০২৫
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: গত ২৯ এপ্রিল রাতে বড়বাজারের একটি হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে শিশু সহ ১৪ জনের মৃত্যু ঘটে। তারপরই নবান্নের নির্দেশে রুফটপ কাফে বন্ধ করার নির্দেশ জারি করে কলকাতা পুরসভা। বেআইনিভাবে তৈরি একাধিক ছাদ-রেস্তরাঁর বিরুদ্ধেও অভিযান শুরু হয়। বেআইনিভাবে নির্মিত ছাদের অংশ ভাঙাও হয় কয়েকটি ক্ষেত্রে। কিন্তু এসব রুফটপ রেস্তরাঁ যে মাসের পর বন্ধ রাখা সম্ভব নয় বলেই মনে করছে সংশ্লিষ্ট মহল। কারণ, এগুলির সঙ্গে বহু মানুষের রুটিরুজির প্রশ্ন জড়িয়ে রয়েছে। এই পরিস্থিতিতে অগ্নিবিধি মেনে কীভাবে কোনও বহুতলে বা রুফটপে রেস্তরাঁ চালাতে হবে, তা নিয়ে রাজ্যজুড়ে অভিন্ন বিধি প্রণয়নে উদ্যোগী হয় পুর ও নগরোন্নন দপ্তর। কলকাতার মেয়র তথা দপ্তরের মন্ত্রী ফিরহাদ হাকিমের নেতৃত্বে পাঁচ মন্ত্রীর বিশেষ কমিটি গড়েন মুখ্যসচিব। আজ, বুধবার সেই কমিটি ফের বৈঠকে বসতে চলেছে। পুজোর আগে কোন শর্তে রুফটপ রেস্তরাঁ ফের চালু করার অনুমতি দেওয়া হবে, তা নিয়ে সিদ্ধান্ত হবে এই বৈঠকে। সেই ‘এসওপি’ আজকেই ঘোষণা হওয়ার কথা।
ইতিমধ্যে এই মন্ত্রীগোষ্ঠীর পরামর্শ লিখিতভাবে নবান্নে পাঠানো হয়েছিল। সেখান থেকে অনুমোদন মিলেছে। এ প্রসঙ্গে ফিরহাদ হাকিম বলেন, ‘নবান্নের সিলমোহর মিলেছে। এবার আমরা এসওপি প্রকাশ করব। সিঁড়ির দরজা খোলা রাখতেই হবে। পুরো ছাদজুড়ে ব্যবসা করা চলবে না। ঘেরাও চলবে না। ওপেন স্পেস রাখাও বাধ্যতামূলক, যাতে অগ্নিকাণ্ড ঘটলে যে কেউ সিঁড়ি দিয়ে সহজেই ছাদে উঠে আসতে পারে। সেখান থেকে দমকলের ল্যাডার দিয়ে তাঁদের উদ্ধার করা সহজ হবে।’
যদিও, এসওপিতে নির্দেশিত শর্তগুলি পুজোর মাত্র এক মাস আগে কতটা কার্যকর করা যাবে, তা নিয়ে সংশয় রয়েছে পুরসভার অন্দরেই। এ প্রসঙ্গে কমিটির সদস্য এক আধিকারিক বলেন, ‘এসওপি সকলকে মানতেই হবে। নজরদারির ব্যবস্থাও থাকবে। তবে অনেক ক্ষেত্রে রেস্তরাঁগুলি বহুতলের ছাদের অনেকটা অংশ, কোথাও পুরো ছাদ নিয়েই ব্যবসা চালাচ্ছে। এত কম সময়ের মধ্যে সেগুলি ভেঙে বা সরিয়ে নিয়মবিধি মানাতে সমস্যা হতে পারে। তাই পুজোর আগে রেস্তরাঁগুলি খোলার ক্ষেত্রে কিছু শর্তে ছাড় দেওয়ার ভাবনা রয়েছে। অন্তত বদ্ধ জায়গাগুলি খুলে দেওয়া, সর্বক্ষণ সিঁড়ির দরজা খোলা রাখা সহ কিছু শর্তে ছাড় মিলতে পারে।’ তিনি আরও জানান, তার মানে এই নয় এমন ছাড় দিনের পর দিন মিলবে। এটা শুধুমাত্র পুজোর জন্য। কী থাকছে এসওপিতে? কোনও বহুতলে ব্যবসা বা রুফটপে রেস্তরাঁ চালাতে গেলে কী ধরনের নিয়ম মানতে হবে, অগ্নিবিধি সহ পারিপার্শ্বিক কোন বিষয়গুলিতে জোর দিতে হবে, সেই সমস্ত নির্দেশিকা থাকবে। এই নির্দেশিকা যে শুধুমাত্র কলকাতার জন্য লাগু হবে তা নয়, জেলায় জেলায় এই নিয়মবিধি মেনেই ব্যবসা চালাতে হবে।