এক সপ্তাহ ধরে নিখোঁজ চার বছরের শিশু, থানায় অপহরণের নালিশ দায়ের
বর্তমান | ২৭ আগস্ট ২০২৫
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: বাড়ির সামনেই খেলছিল চার বছরের শিশু। আচমকা মা দেখেন, সেখানে পুত্রসন্তান নেই। তন্নতন্ন করে গোটা বাড়ি খোঁজেন গৃহবধূ। কিন্তু, কোথাও পাওয়া যায়নি তাকে। পাড়ার মাঠে, প্রতিবেশীদের বাড়িতেও সন্ধান মেলেনি খুদের। বেনিয়াপুকুর থানার দ্বারস্থ হয়েছে নিখোঁজ শিশুর পরিবার। মিসিং ডায়েরি করেছে পুলিস। প্রায় এক সপ্তাহ কেটে গেলেও পাওয়া যায়নি শিশুটিকে। ছেলেকে অপহরণ করা হয়েছে বলে দাবি পরিবারের। তদন্ত চালাচ্ছে পুলিস।
১৯ আগস্ট সন্ধ্যায় ঘটনাটি ঘটে। স্থানীয় একটি কিডস স্কুলে পড়াশোনা করে ৪ বছরের শিশুটি। গত মঙ্গলবার স্কুলে যায় সে। বাড়ি ফিরে খাওয়া-দাওয়া করে ঘুমিয়ে পড়ে। বাড়িতে তার সঙ্গে ছিল মা। বাবা কাজে গিয়েছিলেন। বিকেলে ঘুম থেকে ওঠে। সন্ধ্যায় বাড়ির সামনেই পাড়ার কয়েকজন খুদের সঙ্গে খেলছিল সে। খেলতে খেলতে আচমকাই গায়েব হয়ে যায়। অনেকক্ষণ কেটে যাওয়ায় বন্ধুর খোঁজ করতে শুরু করে পাড়ার কমবয়সিরা। এরপরেই শিশুটির মাকে বিষয়টি জানায় তারা। চারবছরের শিশুকে খুঁজে পেতে নিজেই প্রতিবেশীদের বাড়ি গিয়ে সন্ধান চালান মা। কিন্তু, কোথাও তাকে খুঁজে পাওয়া যায়নি। পরিবারের তরফে লিখিত অভিযোগ পেয়ে ঘটনাস্থল আসে বেনিয়াপুকুর থানার পুলিস। ঘটনাস্থলের আশপাশের সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করেছে পুলিস। সেগুলি খতিয়ে দেখা হচ্ছে বলে পুলিস সূত্রে খবর। ঘটনার দিনের ফুটেজ ঘেঁটে দু’টি ক্যামেরায় শিশুটিকে দেখা গিয়েছে। কিন্তু, তার পরের ক্যামেরাগুলিতে আর কোনও সন্ধান নেই তার। ওই এলাকায় বিভিন্ন দোকানের কর্মী ও মালিককে জিজ্ঞাসা করছেন তদন্তকারীরা। নিখোঁজ শিশুর পরিবারের দাবি, কেউ বা কারা শিশুটিকে অপহরণ করে থাকতে পারে। কিন্তু, সপ্তাহ পেরিয়ে গেলেও কোনও মুক্তিপণের ফোন পাননি তাঁরা। তাই অপহরণের বিষয়টি মানতে নারাজ পুলিসও। তাহলে কি কোনও দুষ্কৃতীদের খপ্পরে পড়েছে শিশুটি? ইতিমধ্যেই থানার তরফে কলকাতা পুলিসের গোয়েন্দা বিভাগকে গোটা বিষয়টি জানানো হয়েছে। মিসিং পার্সনস্ স্কোয়াডের তরফেও তদন্ত চলছে বলে লালবাজার সূত্রে খবর।