নিজস্ব প্রতিনিধি, কলকাতা: বার ডান্সারের রহস্যজনক মৃত্যু ঘিরে চাঞ্চল্য ছড়াল আনন্দপুরে। পাঞ্জাবের চণ্ডীগড়ের বাসিন্দা শ্রেয়া ভার্মাকে (২৭) অসুস্থ অবস্থায় আনন্দপুরের একটি গেস্ট হাউস থেকে বাইপাসের ধারে বেসকরারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে সোমবার সকালে তাঁর মৃত্যু হয়েছে। অতিরিক্ত মদ্যপানের কারণেই তাঁর মৃত্যু হয়েছে বলে ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্টে চিকিৎসকরা পুলিসকে জানিয়েছেন। পুলিস সূত্রে জানা গিয়েছে, পাঞ্জাবের ওই বার ডান্সার বয়ফ্রেন্ডকে নিয়ে ২৪ আগস্ট আনন্দপুর এলাকার একটি গেস্ট হাউসে ওঠেন। সেখানে সারারাত ছিলেন। পুলিস জেনেছে, দু’জনে একসঙ্গে মদ্যপান করেন। ২৪ তারিখ গভীর রাতে তাঁর বন্ধু মহম্মদ চাঁদ বেরিয়ে যান। ২৫ তারিখ সকাল আটটা নাগাদ শ্রেয়া বয়ফ্রেন্ডকে ফোন করে জানান, তিনি অসুস্থ বোধ করছেন। কিছুক্ষণের মধ্যে ওই যুবক সেখানে পৌঁছন। তিনি একজন চিকিৎসককে ডেকে পাঠান। শ্রেয়াকে দেখার পর ওই চিকিৎসক তাঁর বয় ফ্রেন্ডকে জানান, কাছাকাছি কোনও হাসপাতালে ভর্তি করতে। শ্রেয়াকে নিয়ে চাঁদ বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালে আসেন। সেখানে কিছুক্ষণের মধ্যেই তিনি মারা যান। পুলিস এসে তাঁর মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। মঙ্গলবার তাঁর ময়নাতদন্ত করা হয়। চিকিৎসকরা পুলিসকে জানিয়েছেন, ওই তরুণীর শরীরে কোনও আঘাতের চিহ্ন মেলেনি। ধস্তাধস্তির চিহ্ন নেই। ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্টে বলা হয়েছে, ওই তরুণী মদ্যপান করতেন নিয়মিত। তাঁর শ্বাসকষ্টজনিত সমস্যা ছিল। অতিরিক্ত মদ্যপানের কারণেই মৃত্যু হয়েছে শ্রেয়ার।