• বাঁকুড়া, পুরুলিয়া ও আরামবাগের ৮৯০ জনকে জমির পাট্টা
    বর্তমান | ২৭ আগস্ট ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, বাঁকুড়া, আরামবাগ ও পুরুলিয়া: বর্ধমানের সরকারি সভা থেকে ভার্চুয়াল মাধ্যমে মুখ্যমন্ত্রী অনুষ্ঠানের সূচনা করার পর বাঁকুড়া, পুরুলিয়া ও আরামবাগে ভূমিহীনদের পাট্টা দেওয়া হল। মঙ্গলবার মোট ৮৯০ জনের হাতে জমির পাট্টা তুলে দেওয়া হয়। তিন জায়গাতেই এই উপলক্ষ্যে প্রশাসনের তরফে অনুষ্ঠানের আয়োজন করা হয়। 

    এদিন দুপুরে বাঁকুড়া জেলা জেলা পরিষদ অডিটোরিয়ামে মূল অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। সেখানে মুখ্যমন্ত্রীর সভা জায়ান্ট স্ক্রিনে সরাসরি দেখানো হয়। ওই অনুষ্ঠানে বাঁকুড়ার সাংসদ অরূপ চক্রবর্তী, জেলাশাসক সিয়াদ এন, পুলিস সুপার বৈভব তেওয়ারি সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। খাতড়ার গুরুসদয় মঞ্চ ও বিষ্ণুপুরের যদুভট্ট মঞ্চে মহকুমাস্তরের অনুষ্ঠানগুলি আয়োজন করা হয়। সেখানেও আধিকারিকরা উপস্থিত ছিলেন। ওই দু‌ই জায়গাতেও টাঙানো পর্দায় উপস্থিত লোকজন মুখ্যমন্ত্রীর সভা সরাসরি চাক্ষুষ করেন। 

    জেলা প্রশাসন সূত্রে জানা গিয়েছে, এদিন মোট ৬৮৬ জন উপভোক্তাকে পাট্টা দেওয়া হয়েছে। বাঁকুড়া, বিষ্ণুপুর ও খাতড়া মহকুমায় যথাক্রমে ১৫১, ৩৯১ ও ১৪৪ জনের হাতে পাট্টার নথি তুলে দেওয়া হয়। জেলাশাসক বলেন, পাট্টা পেয়ে ভূমিহীনরা উপকৃত হবেন। এদিন পুরুলিয়া জেলার বিভিন্ন স্থান থেকে মোট ১১২ জন উপভোক্তাকে পাট্টা তুলে দেওয়া হয়। পুরুলিয়া সার্কিট হাউস থেকে হুড়া, পুরুলিয়া-১ ও ২ ব্লকের উপভোক্তাদের পাট্টা তুলে দেওয়া হয়। এছাড়া পুঞ্চা ব্লক অফিস, নিতুড়িয়া ব্লক অফিস, সাঁতুড়ি ব্লক অফিস, বলরামপুর ব্লক অফিস ও রঘুনাথপুর মহকুমা শাসকের দপ্তর থেকে জমির পাট্টা দেওয়া হয়। এদিন সার্কিট হাউসের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলাশাসক রজত নন্দা, জেলার পুলিস সুপার অভিজিৎ বন্দ্যোপাধ্যায়, মন্ত্রী সন্ধ্যারানি টুডু, জেলা পরিষদের সভাধিপতি নিবেদিতা মাহাত প্রমুখ।

     হুগলি জেলার মধ্যে সবচেয়ে বেশি আরামবাগ মহকুমায় পাট্টা বিলি করেছে প্রশাসন। এদিন গোঘাট-১, ২ ও পুরশুড়া ব্লকের পাট্টা প্রাপকদের নিয়ে একটি অনুষ্ঠানের আয়োজন করা গোঘাট-২ বিডিও অফিসের সভাগৃহে। ওই অনুষ্ঠানে হাজির ছিলেন আরামবাগের সাংসদ মিতালি বাগ, আরামবাগের মহকুমা শাসক রবি কুমার সহ অন্যান্য জন প্রতিনিধি ও আধিকারিকরা। মুখ্যমন্ত্রীর অনুষ্ঠান শেষে সাংসদ পাট্টা প্রাপকদের হাতে জমির নথি তুলে দেন। আরামবাগ মহকুমার ৯২ জন প্রাপকের হাতে পাট্টার নথি দেওয়া হয়েছে। তারমধ্যে ভূমি ও কৃষি পাট্টা রয়েছে। গোঘাট-২ ব্লকে পাট্টা প্রাপক রয়েছেন ৭৬ জন। গোঘাট-১ ব্লকে ১০ জন, পুরশুড়ায় পাঁচজন ও খানাকুল-১ ব্লকে একজনকে জমির পাট্টা দেওয়া হয়। সাংসদ বলেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সমাজের সবস্তরের দিকে নজর রেখেছেন। বিগত দিনেও ভূমিহীনরা পাট্টা পেয়েছেন। এবারও একইভাবে দেওয়া হয়েছে। জমির রেকর্ড করে নথি হাতে তুলে দেওয়া হয়েছে।

     আরামবাগে পাট্টা বিলি।-নিজস্ব চিত্র
  • Link to this news (বর্তমান)