• হলদে হচ্ছে আমনের পাতা, উদ্বিগ্ন চাষিরা, পরামর্শ দিচ্ছে কৃষিদপ্তর
    বর্তমান | ২৭ আগস্ট ২০২৫
  • সংবাদদাতা, মাথাভাঙা: মাথাভাঙা মহকুমাজুড়ে আমন ধানের খেতে দেখা দিয়েছে নতুন রোগ। কৃষকদের দাবি, অনেকের ধান খেত হলদেটে হয়ে যাচ্ছে। এতে চিন্তায় পড়েছেন কৃষকরা। ফলনে মার খাওয়ার আশঙ্কা করছেন তাঁরা। যদিও কৃষি বিশেষজ্ঞরা জানিয়েছেন, আশঙ্কিত হওয়ার কিছু নেই। নির্দিষ্ট রাসায়নিক ব্যবহার করলেই এই সমস্যা মিটে যাবে। এবারে এমনিতেই মহকুমাজুড়ে কয়েক সপ্তাহ দেরিতে বৃষ্টি শুরু হয়েছিল। চাষের ক্ষেত্রেও তাই কিছুটা দেরিতে রোয়া বুনেছিলেন কৃষকরা। এর মাঝে নতুন করে খেতে উপসর্গ দেখা দেওয়ায় চিন্তায় পড়েছে চাষিরা। 

    কোচবিহার জেলায় সামগ্রিকভাবে ২ লক্ষ ১১ হাজার হেক্টর জমিতে আমন ধানের চাষ হয়। মাথাভাঙা মহকুমার তিনটি ব্লকে প্রায় ৫৫ হাজার হেক্টর জমিতে আমন চাষ করেন কৃষকরা। এ বছর কয়েক সপ্তাহ দেরিতে বৃষ্টি শুরু হলেও আমন চাষে সমস্যা হয়নি। পর্যাপ্ত জল থাকায় সমস্ত জমিতেই আমনের চারা রোপণ করা হয়েছে। এখনও পর্যন্ত আবহাওয়া অনুকূল থাকায় আমন ধানের খেতের চেহারাও ভালো। কিন্তু এরই মাঝে বেশকিছু জায়গায় জমির আমন ধানগাছ হলদেটে হয়ে যাচ্ছে। 

    যদিও কৃষি বিশেষজ্ঞদের দাবি, এনিয়ে ফলনে মার খাওয়ার কোনও আশঙ্কা নেই। কিন্তু এলাকার চাষিরা জানাচ্ছেন, পাতা হলদেটে হয়ে যাওয়ার কারণে পাশকাটি সঠিক সংখ্যায় বের হচ্ছে না। একই সঙ্গে যে পাশকাটি বের হয়েছে সেটিও বড় হতে পারছে না। মাথাভাঙা-১ ব্লকের কৃষক বাচ্চু সাহা, নরেন বর্মন বলেন, সব জমিতে এই সমস্যা এমনটা নয়। কোথা এক বিঘা, কোথাও একটু বেশি জমিতে সমস্যা দেখা দিয়েছে। এখনও পর্যন্ত আমরা কারও কাছ থেকে পরামর্শ নেইনি। ব্লক কৃষিদপ্তরে কয়েকজন গিয়ে কথা বলব। 

    মাথাভাঙা-২ ব্লক সহকৃষি অধিকর্তা মলয়কুমার মণ্ডল বলেন, এনিয়ে কৃষকদের ভয় পাওয়ার কিছু নেই। হেক্সাকোনাজল, ভেলেকামাইসিন জাতীয় ওষুধ স্প্রে করতে পারেন কৃষকরা। যদি জমিতে জিঙ্কের অভাব থাকে তাহলে জিঙ্ক ও বোরন স্প্রে করতে পারেন তাঁরা। পরিস্থিতি অনুযায়ী এর ব্যবহার করতে হবে। এজন্য কৃষি বিশেষজ্ঞদের পরামর্শ নেওয়া প্রয়োজন। এবার এখনও পর্যন্ত আবহাওয়া অনুকূল। আমরা আশা করছি, এবার আমনের ভালো ফলন পাবেন কৃষকরা।  নিজস্ব চিত্র।
  • Link to this news (বর্তমান)