পুজোয় পর্যটক টানতে টাইগার হিল ইকো পার্ক ঘিরে একাধিক ব্যবস্থা
বর্তমান | ২৭ আগস্ট ২০২৫
সংবাদদাতা, হবিবপুর: ভারত-বাংলাদেশ সীমান্ত লাগোয়া বামনগোলা ব্লকের জগদলা গ্রাম পঞ্চায়েতের দক্ষিণ ডাবর গ্রামের টাইগার হিল ইকোপার্ক জনপ্রিয় হয়ে উঠেছে জেলাবাসীর কাছে। দুর্গাপুজোয় পর্যটকদের মনোরঞ্জনে কর্তৃপক্ষ একাধিক পদক্ষেপ নিচ্ছে। সৌন্দর্যায়ন করার পাশাপাশি খাবারের সমস্যা মেটাতে স্টল খোলার সিদ্ধান্ত নিয়েছে পঞ্চায়েত কর্তৃপক্ষ।
পঞ্চায়েত প্রধান তুলসী মণ্ডল জানান, প্রায় ১৬ বিঘা জায়গা সংস্কার করে ১৪ লক্ষ টাকায় গত জানুয়ারি মাসে পার্ক সংস্কার করে উদ্বোধন করা হয়েছে। আট মাসে জেলার বিভিন্ন প্রান্ত থেকে প্রচুর মানুষ ঘুরতে এসেছেন এখানে। সাধারণের সুবিধার কথা ভেবে ক্যান্টিনের ব্যবস্থা করা হচ্ছে। কাজ প্রায় শেষের দিকে। পুজোর আগে পরিষেবা চালু হয়ে যাবে।
পার্কে বহু পুরনো জলাশয়ের ধারে মনোরম পরিবেশ বরাবর মন ছুঁয়ে যায় পর্যটকদের। শিশুদের বিনোদনের জন্য বিভিন্ন জীবজন্তুর মূর্তি সহ খেলার সামগ্রী রয়েছে। তাছাড়া সেল্ফি জোন, বোটিংয়ের ব্যবস্থাও করা হয়েছে।
বাসিন্দারা জানান, সেন রাজার আমলের বহু নিদর্শন এখনও ছড়িয়ে ছিটিয়ে রয়েছে হবিবপুর বিধানসভার বিভিন্ন এলাকায়। সেগুলির মধ্যে অন্যতম বহু পুরনো এই জলাশয়। বাসিন্দাদের দাবি, প্রাচীন কাল থেকে প্রচণ্ড খরাতেও জলাশয়ের জল শুকোয় না। এখানে বনভোজন করতেও আসেন অনেকে। স্থানীয় বাসিন্দা হরিপদ বর্মন বলেন, প্রতিদিন গড়ে প্রায় দু’শো পর্যটক আসছেন। পার্কে ঢোকার জন্য ১০ টাকা করে দিতে হয়। পর্যটন কেন্দ্র ঘিরে এলাকার বাসিন্দাদের আর্থিক অবস্থার কিছুটা উন্নতি হচ্ছে। নিজস্ব চিত্র