• বাংলাদেশ কোন পথে? প্রশ্ন শুনেই অনুপ্রবেশকারী তরুণকে ধরল জনতা
    বর্তমান | ২৭ আগস্ট ২০২৫
  • সংবাদদাতা, বালুরঘাট: পথই পথে বসাল! সীমান্তের কাঁটাতার পেরিয়ে ভারতে অনুপ্রবেশ করেছিল বাংলাদেশের এক তরুণ। বিপদ বুঝে ফের ওপারে যাওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছিল নিরন্তর। কিন্তু পথই যে চেনে না। দিশা না পেয়ে উদ্দেশ্যহীনভাবে ঘুরতে ঘুরতে স্থানীয় এক বাসিন্দার কাছে জানতে চায় বাংলাদেশ কোন দিকে? কোন চোরাপথ দিয়ে সেদেশে যাওয়া যাবে? বাকিটা বুঝতে দেরি হয়নি স্থানীয়দের। তাঁরা দেরি না করে পুলিসকে খবর দেন। চরম ভুল করেছে বুঝতে পেরে দৌড়ে কালভার্টের নীচে আশ্রয় নেয় তরুণ। তবে, স্থানীয়দের সহায়তায় বালুরঘাট থানার পুলিস তাকে গ্রেপ্তার করে নিয়ে যায়। সোমবার রাতে চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে বালুরঘাট ব্লকের চিঙ্গিসপুর গ্রাম পঞ্চায়েতের সোবরা এলাকায়। স্থানীয় ও পুলিস সূত্রে খবর, প্রায় সীমান্তের চোরাপথ দিয়ে ভারতে প্রবেশ করছে বাংলাদেশিরা। বালুরঘাটে বহু গোপন জায়গায় আশ্রয় নিচ্ছে তারা। এসব দেখে নজরদারি বাড়িয়েছে পুলিস। সীমান্তবর্তী এলাকাগুলিতে গোয়েন্দা টিমকেও সতর্ক করা হয়েছে। 

    এবিষয়ে ডিএসপি (সদর) বিক্রম প্রসাদ বলেন, কী উদ্দেশ্যে এবং কীভাবে তরুণ এদেশে এসেছিল, খতিয়ে দেখা হচ্ছে। 

    স্থানীয় বাসিন্দা মানব বর্মন বলেন, ওই বাংলাদেশি রাস্তা নিয়ে নানা প্রশ্ন করায় বুঝে যাই সে চোরাপথে এসেছে। বলছিল, কাজের খোঁজে এদেশে এসেছিল। কিন্তু তার গতিবিধি দেখে আমাদের সন্দেহ হয়েছিল। তারপর জিজ্ঞাসাবাদ করলে আসল তথ্য সামনে আসে। এখন অনুপ্রবেশকারী নজরে পড়লেই পুলিসকে খবর দিই।

    পুলিস সূত্রে খবর, ধৃত তরুণের নাম মহম্মদ পল্লব। বয়স ১৯ বছর। বাড়ি বাংলাদেশের নওগাঁ জেলার আলিপুরে। পুলিসি জিজ্ঞাবাদে তরুণ জানিয়েছে, সে সোমবার বালুরঘাটের শালগ্রাম সীমান্ত লাগোয়া কাঁটাতার পেরিয়ে এদেশে আসে। কিন্তু কেন এসেছে, সে স্পষ্ট করে কিছু বলেনি। পুলিস তথ্য উদ্ধার করতে জিজ্ঞাসাবাদ চালিয়ে যাচ্ছে।

    মাঝেমধ্যেই বাংলাদেশিরা চোরাপথ দিয়ে ভারতে অনুপ্রবেশ করছে। কেউ এপারে আত্মীয়ের বাড়িতে কিছুদিন আত্মগোপন করে থাকছে। পরে জাল নথি দিয়ে বানিয়ে নিচ্ছে ভারতীয় পরিচয়পত্র। আবার অনেকে দালালদের মাধ্যমে এপারে এসে কিছুদিন গোপন জায়গায় আশ্রয় নেয়। তারপর মোটা টাকার বিনিময়ে আধার, ভোটার কার্ড বানিয়ে মিশে যাচ্ছে স্থানীয় বাসিন্দাদের মধ্যে। সম্প্রতি এমন কিছু বাসিন্দাকে শনাক্ত করেছে পুলিস। তাদের কাছ থেকে উদ্ধার হয়েছে ভারত ও বাংলাদেশের পরিচয়পত্র। অনুপ্রবেশের জ্বলন্ত উদাহরণ একদিন আগে কুমারগঞ্জে গ্রেপ্তার হওয়া এক ব্যক্তি। বালুরঘাটের সাংসদ সুকান্ত মজুমদার সোশ্যাল মিডিয়ায় পোস্ট করার পর কুমারগঞ্জে ওই ব্যক্তিকে ধরে পুলিস। তার কাছ থেকেও দুই দেশের পরিচয়পত্র উদ্ধার হয়েছে।  ধৃত তরুণ। - নিজস্ব চিত্র।
  • Link to this news (বর্তমান)