• ফের বিপদে দিতিপ্রিয়া! সম্মান বাঁচাতে শেষে ছদ্মবেশে ঘুরছেন নায়িকা, আবার কী ঘটল তাঁর সঙ্গে?
    আনন্দবাজার | ২৬ আগস্ট ২০২৫
  • ফের নতুন বিপদে দিতিপ্রিয়া রায়? গুঞ্জন, তাঁর উপরে নাকি একদল দুষ্কৃতীর কু’নজর! কিছুতেই তারা নায়িকাকে শান্তিতে দিন কাটাতে দিচ্ছে না। সারা ক্ষণ নজরবন্দি করে রেখেছে তাঁকে। ওদের হাত থেকে বাঁচতে এবং নিজের সম্মানরক্ষা করতে বাধ্য হয়ে নাকি দিতিপ্রিয়াকে ছদ্মবেশে রাস্তায় বেরতে হচ্ছে।

    কী করে নতুন সমস্যায় জড়ালেন ছোটপর্দার একসময়ের ‘রানিমা’? আননন্দবাজার ডট কম যোগাযোগ করার চেষ্টা করেছিল তাঁর সঙ্গে। নায়িকা ধারাবাহিক ‘চিরদিনই তুমি যে আমার’-এর শুটিংয়ে ব্যস্ত। তাই ফোন ধরতে পারেননি। টেলিপাড়ার অন্দরে কান পাতলে শোনা যাচ্ছে, সবটাই ঘটছে ছোটপর্দায়, জীতু কমল-দিতিপ্রিয়া অভিনীত ধারাবাহিক ‘চিরদিনই তুমি যে আমার’-এ।

    গল্পে নতুন চমক, রাতে একা একা রাস্তায় বেরিয়ে একদল দুষ্কৃতীর খপ্পরে ধারাবাহিকের নায়িকা ‘অপর্ণা’। তাকে বাঁচাতে যথারীতি হাজির নায়ক ‘আর্য সিংহ রায়’। একপ্রস্থ মারপিটের পর উভয়ে আশ্রয়ে নেয় এক মন্দিরে। মন্দিরের সাজসজ্জা অনুযায়ী, সম্ভবত সেটি রাধাকৃষ্ণের মন্দির। সেখানেই নিজেদের বাঁচাতে দিতিপ্রিয়া সম্ভবত ‘রাধা’রূপ নেবেন। নীল ঘাঘরা-চোলি, মানানসই গয়না। নায়কের অবশ্য সাজসজ্জায় কোনও পরিবর্তন আসেনি।

    ইতিমধ্যেই সমাজমাধ্যমে দিতিপ্রিয়ার এই সাজ ভাইরাল। সেখানে দর্শক-অনুরাগীদের মতে, পুরোটাই নাকি স্বপ্নকল্প! আর্য-অপর্ণা পরস্পরের গভীর প্রেমে। সেই অনুভূতি থেকেই কি এ রকম একটি দৃশ্যকল্প রচিত হতে চলেছে? আপাতত উত্তর লুকিয়ে ধারাবাহিকের মঙ্গলবারের বিশেষ পর্বে।
  • Link to this news (আনন্দবাজার)