• কলকাতা লিগে জিতে শীর্ষে ইস্টবেঙ্গল, ডুরান্ড ফাইনালের পর আবার হার ডায়মন্ড হারবারের
    আনন্দবাজার | ২৬ আগস্ট ২০২৫
  • কলকাতা লিগে জিতল ইস্টবেঙ্গল। মঙ্গলবার জর্জ টেলিগ্রাফকে ৪ গোলে হারাল বিনো জর্জের দল। এই জয়ের ফলে প্রিমিয়ার লিগের পয়েন্ট তালিকায় শীর্ষে উঠে এল লাল-হলুদ শিবির। অন্য ম্যাচে ইউনাইটেড স্পোর্টসের কাছে হেরে গেল ডুরান্ড কাপ রানার্স ডায়মন্ড হারবার এফসি।

    দলগত শক্তির নিরিখে জর্জ টেলিগ্রাফের থেকে অনেক এগিয়ে মাঠে নেমেছিল ইস্টবেঙ্গল। ৪-০ ব্যবধানে জয় তাই অবাক হওয়ার মতো ফল নয়। তবে জর্জের রক্ষণ ভাঙতে লাল-হলুদ ব্রিগেডকে অপেক্ষা করতে হল ১ ঘণ্টারও বেশি। ৬৮ মিনিটে ইস্টবেঙ্গলের পক্ষে প্রথম গোল করেন পিভি বিষ্ণু। ৮৩ মিনিটে ব্যবধান বৃদ্ধি করেন সায়ন বন্দ্যোপাধ্যায়। এর পর আর ইস্টবেঙ্গলকে আটকাতে পারেননি জর্জের ফুটবলারেরা। ৮৮ মিনিটে নিজের দ্বিতীয় এবং দলের তৃতীয় গোল করেন বিষ্ণু। ইনজুরি টাইমে চতুর্থ গোল করেন মনোতোষ মাঝি। ডেভিড পেনাল্টি মিস না করলে ৫-০ ব্যবধানে জিততে পারত ইস্টবেঙ্গল। এ দিনের জয়ের ফলে ১০ ম্যাচে ২০ পয়েন্ট নিয়ে শীর্ষে উঠে এল লাল-হলুদ শিবির।

    প্রিমিয়ার ডিভিশনের গ্রুপ ‘বি’র লড়াই জমিয়ে দিল ইউনাইটেড স্পোর্টস এবং ভবানীপুর। কলকাতা লিগের ম্যাচে হেরে গেল এ বারের ডুরান্ড কাপ রানার্সেরা। ইউনাইটেড স্পোর্টসের কাছে ০-২ ব্যবধানে হারল কিবু ভিকুনার ডায়মন্ড হারবার। অন্য দিকে, পুলিশের বিরুদ্ধে ৪-০ ব্যবধানে জিতল ভবানীপুর।
  • Link to this news (আনন্দবাজার)