অভিষেক চৌধুরী, কালনা: পারিবারিক অশান্তি! বেকার হওয়ায় বাবার সঙ্গে বিভিন্ন বিষয়ে ঝগড়া! সেই ঝামেলায় বাবাকে ‘খুন’ ছেলের। ঘুমন্ত অবস্থায় ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুনের অভিযোগ। মঙ্গলবার দুপুর নাগাদ ঘটনাটি ঘটেছে মন্তেশ্বরের আকবরনগর গ্রামে। অভিযুক্ত ছেলেকে গ্রেপ্তার করেছে পুলিশ। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য এলাকায়।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত বৃদ্ধের নাম মোস্তাফা মণ্ডল। বয়স ৭০ বছর। তিনি মন্তেশ্বরের আকবরনগর গ্রামের বাসিন্দা। বৃদ্ধের দুই ছেলে ও এক মেয়ে। বড় ছেলে কর্মসূত্রে বাইরে থাকেন। মন্তেশ্বর ছোট ছেলে ও মেয়ে নিয়ে থাকতেন বৃদ্ধ। ছোট ছেলে জাহিদুল মণ্ডল তেমন কিছু করতেন না। যা নিয়ে বাবার সঙ্গে তাঁর ঝগড়া লেগেই থাকত জাহিদুলের। এমনটাই জানিয়েছেন মোস্তাফার মেয়ে রোশনা বিবি। সকালে নিজের সন্তানকে স্কুলে যান রোশনা। সেই সময় বাড়ি ফাঁকা হয়ে যায়। মৃতের মেয়ের অনুমান, সেই সময়ই মোস্তাফাকে কুপিয়ে খুন করেছেন তাঁর ছোট ছেলে জাহিদুল।
রোশনা বিবি বলেন, “সাড়ে দশটার সময় আমি স্কুল যাই। সেই সময় বাবা বাড়িতে শুয়ে। পৌনে একটার সময় বাড়ি ফিরে মুখে কাপড় চাপা দেওয়া। প্রথমে বুঝতে পারিনি। নামাজ পড়ার জন্য ডাকি। তারপরই দেখি মাথায় আঘাত। রক্তে ভাসছে বিছানা।” কেন খুন? তিনি জানান, “ভাই অনেক বেলা করে ঘুম থেকে উঠে বাইরে চলে যেত। দুপুরে খাবার খেয়ে আবার বেরিয়ে যেত। কাজ ও বিভিন্ন খুঁটিনাটি বিষয় নিয়ে বাবার সঙ্গে অশান্তি লেগেই থাকত। এই অশান্তির জেরে ধারালো অস্ত্র দিয়ে ভাই বাবাকে মেরেছে বলেই আমার অনুমান।” মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে পুলিশ। অন্যদিকে অভিযুক্ত জাহিদুলকে গ্রেপ্তার করেছেন তদন্তকারীরা। পুলিশের দাবি জেরায় খুনের কথা স্বীকার করেছেন অভিযুক্ত। অভিযুক্তকে বুধবার কালনা আদালতে তোলা হবে। পঞ্চায়েত সদস্য শেখ শাহজাহান বলেন, “বাবার সঙ্গে ছেলের সম্পর্ক ভালো ছিল না। সেই থেকেই এই ঘটনা ঘটেছে বলে আমাদের অনুমান।”