• রাজ্য বিজেপিতে কোন্দল চরমে, দিল্লিতে নালিশ লকেট-ভারতীর
    দৈনিক স্টেটসম্যান | ২৭ আগস্ট ২০২৫
  • ছাব্বিশের ভোট ঘনিয়ে আসতেই বঙ্গ বিজেপিতে কোন্দলের আগুনে যেন ঘৃতাহুতি শুরু হয়েছে। দমদমে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভায় দলের সাধারণ সম্পাদক লকেট চট্টোপাধ্যায় এবং ন্যাশনাল লাইব্রেরিতে ‘নারী শক্তি’ সম্মেলনে নেত্রী ভারতী ঘোষকে আমন্ত্রণ না জানানো নিয়ে ক্ষোভ চরমে উঠেছে গেরুয়া শিবিরে। সূত্রের খবর, এই অপমান মেনে নিতে না পেরে দু’জনেই দিল্লিতে গিয়ে কেন্দ্রীয় নেতাদের কাছে নালিশ জানিয়েছেন।

    দলীয় সূত্রের দাবি, পৃথক এই কর্মসূচিগুলিতে লকেট বা ভারতীকে না ডাকার সিদ্ধান্ত রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্যের অগোচরেই হয়েছে। তবে প্রশ্ন উঠছে, দমদমের সভায় প্রধানমন্ত্রীর মঞ্চে কেন লকেটকে রাখা হয়নি? এমনকি এই বিষয়ে প্রধানমন্ত্রীর দপ্তর থেকেও রাজ্য বিজেপির কাছে স্পষ্ট ব্যাখ্যা চাওয়া হয়েছে।

    অন্যদিকে, প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষকেও দমদমের সভায় ডাকেনি দল। তিনবার বাদ যাওয়ার পর গত শুক্রবার যখন প্রধানমন্ত্রী ভাষণ দিচ্ছেন, দিলীপ তখন বেঙ্গালুরুতে আর্ট অফ লিভিং সেন্টারে শ্রী শ্রী রবিশঙ্করের সঙ্গে দেখা করেছিলেন। তবে সোমবার সকালে নিউটাউনের ইকোপার্কে প্রাতঃভ্রমণে গিয়ে স্বমেজাজে দেখা যায় দিলীপ ঘোষকে।

    খড়গপুর নিয়েই নিজের পছন্দের ইঙ্গিত দিয়ে দিলীপ বলেন, ‘ওখানকার সঙ্গে আমার পারিবারিক সম্পর্ক। আমি খড়গপুরের ভোটার এবং ওখানকার পার্টির অ্যাক্টিভ মেম্বারও। ফলে লড়তে হলে যাঁদের সঙ্গে বরাবর থেকেছি, তাঁদের সঙ্গেই থাকব।’ শুধু খড়গপুর নয়, জেলার সব আসনে জেতার জন্য লড়াই চালিয়ে যাওয়ার আশ্বাসও দেন তিনি। পাশাপাশি সামাজিক মাধ্যমে একটি ভিডিও পোস্ট করে তিনি লেখেন, ‘আমরা প্রকৃতির সঙ্গে যত সময় কাটাব, পশুপাখিদের সেবায় নিজেদের নিয়োজিত করব, তাদের বোঝার চেষ্টা করব, ততই আমাদের মন ভালো থাকবে।’

    এদিকে, তমলুক সাংগঠনিক জেলার এক সভাতেও দলের গোষ্ঠীকোন্দলের চিত্র স্পষ্ট হয়েছে। হলদিয়ায় রবিবার আয়োজিত এক সভার ব্যানারে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, বিজেপি সভাপতি জে.পি. নাড্ডা এবং শুভেন্দু অধিকারীর ছবি থাকলেও বাদ ছিল রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্যের ছবি। যা নিয়ে দলের মধ্যে তীব্র বিতর্ক শুরু হয়েছে। দলীয় নেতাদের একাংশের মতে, ‘রাজ্য সভাপতির ছবি বাদ দেওয়া ইঙ্গিত করছে যে দলের মধ্যে বিভাজন ভয়াবহ রূপ নিয়েছে।’
  • Link to this news (দৈনিক স্টেটসম্যান)