• ভোটের আগে বড় সিদ্ধান্ত, ময়নাগুড়িতে তৃণমূল সভাপতি পদে পরিবর্তন
    বর্তমান | ২৭ আগস্ট ২০২৫
  • সংবাদদাতা, ময়নাগুড়ি: টাউন ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি পদে পরিবর্তন। সভাপতির দায়িত্বে ছিলেন গোবিন্দ পাল। এবার সেই পদের দায়িত্ব নিলেন বিশ্বজিৎ সেন। পাশাপাশি ময়নাগুড়ি এক নম্বর সাংগঠনিক ব্লকের মাদার সংগঠনের ব্লক সভাপতিরও পরিবর্তন হয়েছে। এই পদে ছিলেন মনোজ রায়। তিনি গত ২০২১ সালে বিধানসভা ভোটে লড়ার জন্য তৃণমূলের টিকিট পেয়েছিলেন। এবার সেই পদে এলেন দীর্ঘদিনের রাজনীতিবিদ তথা খাগড়াবাড়ি ২ গ্রাম পঞ্চায়েতের প্রধান বাবলু রায়।ময়নাগুড়ি দুই নম্বর সাংগঠনিক ব্লকের মাদার সংগঠনের সভাপতি রয়ে গেলেন শিবশঙ্কর দত্ত। সেখানে যুব সভাপতির পদে ছিলেন মনোজ দেবনাথ। এবার সেই পদে আসীন হলেন সৌম্যদীপ পাল। এছাড়াও তৃণমূলের ময়নাগুড়ি টাউন ব্লকের শ্রমিক সংগঠনের পরিবর্তন হয়েছে। ওই পদে ছিলেন সুনীল রাউত। সেই পদের দায়িত্ব নিলেন কল্যাণ সাহা।
  • Link to this news (বর্তমান)