• গেস্ট হাউস, পিকনিক স্পট, বাড়ি, একের পর এক রহস্যমৃত্যু, আনন্দপুরে দু' দিনে উদ্ধার তিন দেহ...
    আজকাল | ২৭ আগস্ট ২০২৫
  • আজকাল ওয়েবডেস্ক: গেস্ট হাউস, পিকনিক স্পট, বাড়ি। একের পর এক রহস্যমৃত্যু খাস কলকাতায়। দু' দিনে শহরে তিন দেহ উদ্ধার। কোনও মৃত্যুর কারণ এখনও সামনে আসেনি। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য এলাকায়। দেহ উদ্ধারের পর পাঠানো হয়েছে ময়নাতদন্তের জন্য। চলছ তদন্ত।

     সোমবার প্রকাশ্যে আসে এক ব্যক্তির দেহ উদ্দারের ঘটনা। সোমবার দুপুর ১২টা নাগাদ পূর্ব কলকাতা আনন্দপুর থানা এলাকায় একটি জনপ্রিয় পিকনিক স্পট ‘মৎস্যকন্যা’থেকে উদ্ধার হয় এক ব্যক্তির ঝুলন্তু দেহ। কলকাতা আনন্দপুর থানা এলাকার অন্তর্গত কো-অপারেটিভ সোসাইটির ভিতরে একটি গাছের ডাল থেকে এক অজ্ঞাতপরিচয় ব্যক্তির ঝুলন্ত মৃতদেহ উদ্ধার হয়েছে।

    পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত ব্যক্তির আনুমানিক বয়স প্রায় ৫০ বছর। দুপুর প্রায় ১২টা নাগাদ স্থানীয়রা প্রথম মৃতদেহটি দেখতে পান। একটি দীর্ঘ গাছের ডালে প্রায় ৩০-৩৫ ফুট উচ্চতায় একটি গামছার সাহায্যে দেহটি ঝুলছিল। দেহটি সম্পূর্ণরূপে পচন ধরে গিয়েছিল। পুলিশের প্রাথমিক তদন্তে অনুমান করা হচ্ছে যে মৃত্যু কয়েক দিন আগেই হয়েছে। স্বাভাবিকভাবেই ঘটনায় প্রকাশ্যে আসতেই এলাকায় চাঞ্চল্য ছড়ায়। স্থানীয় লোকেরা পুলিশকে খবর দিলে আনন্দপুর থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় এবং দেহটি উদ্ধার করে নিয়ে যায়। এরপর মৃতদেহটি এন আর এস মেডিক্যাল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক জানান ব্যক্তির বেশ কিছুদিন আগেই মৃত্যু ঘটেছে।

    ঘটনাটিকে কেন্দ্র করে এলাকায় যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়েছে। এটি আত্মহত্যা না কি এর পেছনে অন্য কোনও রহস্য লুকিয়ে আছে, তা খতিয়ে দেখছে পুলিশ। এ বিষয়ে আনন্দপুর থানায় একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা (U.D Case No. 132/25) রুজু করা হয়েছে। পুলিশ জানিয়েছে, মৃতদেহের ময়নাতদন্ত ও সুরতহাল (ইনকোয়েস্টের) রিপোর্ট আসলেই মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

    ওই ঘটনার পরে, মঙ্গলবার প্রতিবেদন লেখার সময় পর্যন্ত জানা গিয়েছে, আনন্দপুরে আরও দুটি দেহ উদ্ধার হয়েছে।  নোনাডাঙ্গায় বাড়ি থেকে এক গৃহবধুর ঝুলন্ত দেহ উদ্ধার হয় এবং  তিলজলা গেস্ট হাউস থেকেই এক নর্তকীকে অচৈতন্য অবস্থায় পাওয়া যায়। তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হলে, ওই যুবতীকে মৃত বলে ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসকেরা। সূত্রের খবর, দিন দুই আগে, তাঁর প্রেমিকের সঙ্গে ওই হোটেলে গিয়েছিলেন নর্তকী। ২৫ তারিখ সকালে ওই যুবক গেস্ট হাউস থেকে চলে যান। জানা গিয়েছে, কিছুক্ষণেই যুবতী ফোন করে জানান, তিনি অসুস্থ বোধ করছেন। চিকিৎসক এলে, তিনি হাসপাতালে যাওয়ার পরামর্শ দেন। সেখানে নিয়ে গেলে, চিকিৎসকেরা মৃত ঘোষণা করেন।

    অন্যদিকে, প্রতিবেদন লেখার সময় পর্যন্ত প্রাপ্ত তথ্য, নোনাডাঙ্গায় উদ্ধার হয়েছে এক গৃহবধুর দেহ। তাঁর নাম মৌসুমী মন্ডল। বয়স২১। জানা যায়, ঘটনার সময় বারিতে কেউ ছিলেন না। যুবতীর স্বামী বাড়ি ফিরে স্ত্রীকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। তিনি তৎক্ষণাৎ খবর দেন পুলিশে। পুলিশ দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে, শেষ প্রাপ্ত তথ্য তেমনটাই। একই এলাকায়, পরেপর তিন রহ্যস্যমৃত্যু, দেহ উদ্ধারের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য। 
  • Link to this news (আজকাল)