• ফেসবুকে ১৯ হাজার ফলোয়ার, কুলতলির ছাত্রের ‘আত্মহত্যা’য় বিস্মিত নেটিজেনরা!
    প্রতিদিন | ২৬ আগস্ট ২০২৫
  • দেবব্রত মণ্ডল, বারুইপুর: বয়স কম। এখনও প্রাথমিক স্কুলের ছাত্র। তাতেই ভারচুয়াল দুনিয়ায় নিজের জনপ্রিয়তা ছড়িয়েছিল কুলতলির চতুর্থ শ্রেণির ছাত্র। বাবার সঙ্গে মিলে সে ভিডিও পোস্ট করত ফেসবুকে। ছিল ১৯ হাজার ফলোয়ার। কিন্তু সেসব পিছনে ফেলে রেখে আচমকা আত্মহত্যার সিদ্ধান্ত নিয়ে ফেলল সে! সোমবার রাতে নিজের ঘর থেকে উদ্ধার হল তার ঝুলন্ত দেহ। এভাবে ছেলেকে দেখে বাড়িতে হাহাকার পড়ে গিয়েছে। ফেসবুকের এই ছোট ‘তারকা’কে হারিয়ে বিস্মিত নেটিজেনরাও।

    সোমবার রাতে চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে কুলতলি থানার ২ নম্বর জালাবেড়িয়া এলাকায়। বাড়ি থেকে উদ্ধার হয়েছে চতুর্থ শ্রেণির ছাত্র পল্লব নস্করের দেহ। পরিবার সূত্রে জানা গিয়েছে, প্রতিদিনের মতো সোমবারও সে সকালে স্কুলে যায়, বিকেলে বাড়ি ফিরে আসে। মায়ের কাছে খাবারও খায়। তারপর মা পাশে কাকাদের বাড়িতে কাজে যান। কাকার বছর সাতেকের মেয়েটি খেলছিল পল্লবের সঙ্গেই। আচমকা হঠাৎ রান্নাঘরের ভিতরে ঝুলন্ত অবস্থায় দাদাকে দেখতে পায় সে। ছোট্ট মেয়েটি কেঁদে ওঠেন। কান্নার আওয়াজ শুনে মা ও কাকিমা ছুটে আসেন। ঘরে ঢুকেই দেখেন, ছাদের চালে বাঁশে দড়ি দিয়ে ঝুলছে পল্লব। সঙ্গে সঙ্গে তাকে উদ্ধার করে কুলতলি ব্লক হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন।

    মৃত পল্লব এলাকায় যথেষ্ট জনপ্রিয় ছিল। বাবার সঙ্গে সে ভিডিও বানাত। নিয়মিত সোশাল মিডিয়ায় তা পোস্ট করত। পল্লবের নামে একটি ফেসবুক পেজে প্রায় ১৯ হাজার ফলোয়ার রয়েছেন। খেলার ছলে তৈরি হওয়া সেসব ভিডিওর সুবাদে এলাকা ও ভারচুয়াল জগতে তার জনপ্রিয়তা ছিল যথেষ্ট। হঠাৎ করে কেন আত্মহত্যার পদক্ষেপ নিল পল্লব, তা নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে। পরিবার থেকে কোনও অস্বাভাবিক ঘটনার ইঙ্গিত মেলেনি। অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করেছে কুলতলি থানার পুলিশ। পল্লবের আকস্মিক মৃত্যুতে শোকস্তব্ধ পরিবার-পরিজন ও প্রতিবেশীরা। এলাকার বাসিন্দাদের মতে, হাসিখুশি ও মিশুকে পল্লব এমন কিছু করতে পারে, তা কেউ কোনওদিন ভাবতেই পারেনি।
  • Link to this news (প্রতিদিন)