মঙ্গলবার দুপুর নাগাদ যশোর রোডের উপর বাইক শোরুমের দোতলা থেকে আগুন বেরতে দেখেন কর্মী ও স্থানীয় বাসিন্দারা। খবর দেওয়া হয় দমকলে। এদিকে শোরুমে প্রচুর স্কুটি থাকায় দ্রুত আগুন ছড়িয়ে পড়ে। কালো ধোঁয়ায় ঢেকে যায় এলাকা। আগুনের লেলিহান শিখায় পুড়ে কার্যত ছাই হয়ে গিয়েছে স্কুটি ও শোরুমের একাংশ। এদিকে শোরুমের পাশে একটি ছোট নার্সিংহোম রয়েছে। তাতে রোগী ও রোগী পরিবারের মধ্যে আতঙ্কের সৃষ্টি হয়।
খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছয় দমকলের দু’টি ইঞ্জিন। যুদ্ধকালীন তৎপরতায় কাজ শুরু করে তাঁরা। আগুন কিছুটা নিয়ন্ত্রণে আনা গিয়েছে বলে খবর। তবে ধোঁয়া বেরচ্ছে শোরুম থেকে। এখনও পর্যন্ত কোনও হতাহতের কোনও খবর পাওয়া যায়নি। এদিকে কী করে আগুন লাগলো তা নিয়ে ধোঁয়াশা। লক্ষ লক্ষ টাকার ক্ষতি হয়েছে বলে প্রাথমিক অনুমান। পুজোর মুখে আগুন ব্যবসার অপূরনীয় ক্ষতি হবে বলে অনুমান করছেন ব্যবসায়ী। সব দিক খতিয়ে দেখছে পুলিশ।