• ভুয়ো গোয়েন্দা অফিসের পর্দাফাঁস, ডায়মন্ড হারবারে গ্রেপ্তার ৫
    দৈনিক স্টেটসম্যান | ২৬ আগস্ট ২০২৫
  • ভুয়ো গোয়েন্দা সংস্থার ছদ্মবেশে একাধিক ব্যবসায়ী ও সাধারণ মানুষকে ভয় দেখিয়ে বিপুল টাকা হাতিয়ে নেওয়ার চক্রান্তে জড়িত পাঁচজনকে গ্রেপ্তার করল ডায়মন্ড হারবার থানার পুলিশ। ধৃতদের কাছ থেকে উদ্ধার হয়েছে নকল পরিচয়পত্র, ভুয়ো সরকারি সার্টিফিকেট সহ আরও বেশ কিছু নথি।

    সূত্রের খবর, ডায়মন্ড হারবার পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডের কোর্টপাড়ায় একটি ভাড়া বাড়িতে গড়ে তোলা হয়েছিল এই ভুয়ো অফিস। অভিযুক্তরা নিজেদের কেন্দ্রীয় সংস্থার (ইডি, সিবিআই কিংবা নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো) অফিসার পরিচয় দিয়ে সাধারণ মানুষকে ভয় দেখিয়ে আর্থিক প্রতারণা চালাতেন। দীর্ঘদিন ধরে চলছিল এই কর্মকাণ্ড।

    গোপন সূত্রে খবর পেয়ে তদন্তে নামে ডায়মন্ড হারবার থানার পুলিশ। পুলিশের অভিযানে ফাঁস হয়ে যায় ভুয়ো গোয়েন্দা সংস্থার পর্দা। গ্রেপ্তার করা হয়েছে ফাল্গুনি চট্টোপাধ্যায়, সুজাউদ্দিন শেখ, গোপাল বারিক, সন্দীপ বর্মন এবং মোস্তাকিন মোল্লা ওরফে জামাল হালদারকে। পুলিশ সূত্রে জানা গেছে, ফাল্গুনি চট্টোপাধ্যায় এই চক্রের মূল মাথা। তাঁর বাড়ি কলকাতার লেক থানা এলাকায়। ধৃতদের বিরুদ্ধে প্রতারণা, জালিয়াতি ও ছদ্মবেশ ধারণের একাধিক ধারায় মামলা রুজু হয়েছে।

    ডায়মন্ড হারবারের অতিরিক্ত পুলিশ সুপার মিতুন দে বল্এরন, ‘একটি ভুয়ো গোয়েন্দা সংস্থা খুলে তারা দীর্ঘদিন ধরে রাজ্যের বিভিন্ন এলাকায় প্রতারণা চালিয়ে যাচ্ছিল। ভুয়ো আই কার্ড তৈরি করে, নিজেদের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার অফিসার বলে পরিচয় দিত। এভাবে একাধিক ব্যবসায়ীকে ভয় দেখিয়ে টাকা আদায় করেছে। আমরা গোয়েন্দা সূত্রে খবর পেয়ে অভিযানে নামি এবং অভিযুক্তদের গ্রেপ্তার করি।’ পুলিশ এখন খতিয়ে দেখছে রাজ্যের আর কোথায় কোথায় এই চক্রের শাখা ছড়ানো রয়েছে এবং মোট কতজন মানুষ তাঁদের প্রতারণার শিকার হয়েছেন।
  • Link to this news (দৈনিক স্টেটসম্যান)