• রোদের দেখা মিললেও এখনই রেহাই নেই, আবার আসছে নিম্নচাপ, বাংলায় ফের কবে থেকে বৃষ্টি জানেন?...
    আজকাল | ২৬ আগস্ট ২০২৫
  • আজকাল ওয়েবডেস্ক: একটানা বৃষ্টির পর সোমবার থেকে দক্ষিণবঙ্গে রোদের দেখা মিলেছে। দিন কয়েকের জন্য বৃষ্টি থেকে রেহাই পেয়েছে বঙ্গবাসী। তবে এই শান্তিও খুবই ক্ষণিকের জন্য, এমনটাই বোঝা যাচ্ছে আবহাওয়া দপ্তরের পূর্বাভাসে। আলিপুরের আপডেট অনুযায়ী, আগামী ৪৮ ঘন্টায় বঙ্গোপসাগরে নতুন করে ফের একটি নিম্নচাপ তৈরি হতে চলেছে। যার জেরে ফের দক্ষিণবঙ্গের একাংশ সহ রাজ্যের উপকূলবর্তী জেলাগুলিতে ঝড়-বৃষ্টির সম্ভাবনা থেকেই যাচ্ছে। তবে আপাতত ভারী বৃষ্টির সম্ভাবনা নেই দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। আজ, মঙ্গলবার, বিক্ষিপ্ত ভাবে বৃষ্টি হতে পারে রাজ্যের উপকূলবর্তী জেলা এবং পশ্চিমের জেলাগুলিতে।

    হাওয়া অফিস সূত্রে খবর, মঙ্গলবার রাজ্যের দুই উপকূলবর্তী জেলা দক্ষিন ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুরে হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। সোমবার থেকে অনেকটাই কমেছে বৃষ্টির পরিমাণ। মঙ্গলবার আকাশ পরিষ্কার হয়ে রোদের দেখা মিলবে। বুধবারও বৃষ্টি নেই বললেই চলে। আকাশ পরিষ্কার থাকায় বাড়বে তাপমাত্রাও। ফলে, বাড়বে আর্দ্রতাজনিত অস্বস্তিও। মঙ্গলবার কলকাতার আকাশ সকালের দিকে পরিষ্কার থাকলেও বিকেলের দিকে আংশিক মেঘলা হওয়ার সম্ভাবনা। এদিন শহরের সর্বোচ্চ তাপমাত্রা ৩১.৪ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৬.৫ ডিগ্রি সেলসিয়াস। উল্লেখ্য, এর আগে সোমবার হাওয়া অফিস জানিয়েছিল, বঙ্গোপসাগরে নতুন করে একটি নিম্নচাপ অঞ্চল তৈরি হতে পারে। সেই কারণে সমুদ্র এখনও উত্তাল রয়েছে।

    পশ্চিমবঙ্গ এবং উত্তর ওড়িশার উপকূল সংলগ্ন উত্তর বঙ্গোপসাগরে ঘণ্টায় ৩৫ থেকে ৪৫ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। এই পরিস্থিতিতে আগামী ২৬ অগস্ট থেকে ২৮ অগস্ট পর্যন্ত পশ্চিমবঙ্গ ও ওড়িশা উপকূলে সমুদ্রে মৎস্যজীবীদের যেতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। যদিও নিম্নচাপের জেরে ভারী বৃষ্টির সম্ভাবনা আপাতত নেই দক্ষিণবঙ্গে। আজ, মঙ্গলবার কলকাতা, হাওড়া, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুরে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বুধবার কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়ায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি, দমকা হাওয়া বইতে পারে।

    বৃহস্পতিবার কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির হলুদ সর্তকতা জারি রয়েছে। শুক্রবার থেকে আবারও দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামী শুক্রবার বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুরে ভারী বৃষ্টি হতে পারে। এই দুই জেলায় ৭ থেকে ১১ সেন্টিমিটার বৃষ্টিপাত হতে পারে। কলকাতা সহ দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টির হলুদ সর্তকতা জারি রয়েছে। মঙ্গলবার জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার ও উত্তর দিনাজপুরে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বুধবার জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। এই দুই জেলায় ৭ থেকে ১১ সেন্টিমিটার বৃষ্টিপাত হতে পারে। দার্জিলিং, কালিম্পং, কোচবিহারে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। আগামী শুক্রবার আবার জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে ভারী বৃষ্টির হলুদ সর্তকতা জারি রয়েছে।
  • Link to this news (আজকাল)