• ‘বেলা’র মিউজিক লঞ্চে চাঁদের হাট, পর্দায় হারিয়ে যাওয়া রান্নার খোঁজ পেতে মুখিয়ে দর্শক
    প্রতিদিন | ২৬ আগস্ট ২০২৫
  • সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রখ‌্যাত ক্রীড়া সাংবাদিক, লেখক, পরিচালক, ফিল্ম প্রযোজক অনিলাভ চট্টোপাধ‌্যায়ের পরিচালনায় প্রথম পূর্ণ দৈর্ঘ্যের ছবি ‘বেলা’। আর এই ছবির বিষয় হিসেবে তিনি বেছে নিয়েছেন আইকনিক চরিত্র তথা লেখিকা বেলা দে-কে। যাঁকে এককথায় বলা যায় ‘রান্নার জিনিয়াস’। রান্নার বই লিখে এমন জনপ্রিয়তা বিরল। তাঁর ভূমিকাতেই এই ছবিতে দেখা যাবে ঋতুপর্ণা সেনগুপ্তকে।

    ইতিমধ্যে প্রকাশ্যে এসেছে ছবির ট্রেলার-সহ নানা প্রচার ঝলক। আর তাতেই বিশেষভাবে নজর কেড়েছেন অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত। এবার মুক্তি পেল এই ছবির গান। ছবির গান লঞ্চে বসেছিল চাঁদের হাট। ছবির সঙ্গীত পরিচালনা করেছেন রণজয় ভট্টাচার্য ও অমিত চট্টোপাধ্যায়। ছবিতে গান গেয়েছেন অরিজিৎ সিং, সোমলতা আচার্য, ঈক্ষিতা মুখার্জী মুখোপাধ্যায় প্রমুখ। এদিন ‘বেলা’ সিনেমার মিউজিক লঞ্চে উপস্থিত ছিলেন অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত, অভিনেতা সোহম চক্রবর্তী, ভাস্বর চ্যাটার্জি, পরিচালক অনিলাভ চট্টোপাধ্যায়, গায়িকা সোমলতা আচার্য, অভিনেত্রী বাসবদত্তা চ্যাটার্জি, রাজ্যপালের পুত্র বাসুদেব বোস প্রমুখ।

    ‘রান্নার অমনিবাস’, ‘রান্না অভিধান’, ‘হেঁশেল’, ‘সহস্র এক রান্না’, ‘বাঙালির রান্নাঘর’, ‘সহজ রান্না সমগ্র’, ‘আধুনিক রান্না ও জলখাবার’, ‘নোনতা মিষ্টি জলখাবার’, ‘টিফিনের টুকিটাকি’ এমন অজস্র জনপ্রিয় বই তাঁর লেখা। হারিয়ে যাওয়া রান্নার খাজানা ছিল তাঁর কাছে। সেই মানুষটা একটা যুগের প্রতিনিধি ছিলেন। লীলা মজুমদারের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক ছিল তাঁর। বেলা দে-র হাতের রান্নায় ম‌্যাজিক ছিল। তেমন একজন মানুষকে অসম্ভব প্রতিকূলতার মধ্যে শেষ জীবন কাটাতে হয়। এমন আইকনিক চরিত্রেই অভিনয় করছেন ঋতুপর্ণা সেনগুপ্ত। সূত্রের খবর প্রায় দেড়মাস ধরে কলকাতার বিভিন্ন জায়গায় শুটিং চলছে। তবে সবটাই খুব চুপচাপভাবে। ছবিটির প্রযোজনায় ‘গ্রেমাইন্ড কমিউনিকেশন’। সেই যুগের বিশিষ্টজন যাঁদের সঙ্গে বেলা দে’র যোগাযোগ বা ঘনিষ্ঠ সম্পর্ক ছিল তাঁদের কথাও উঠে আসবে এই ছবিতে। ফলে বোঝাই যাচ্ছে আরও অনেক স্টারকাস্ট চমক হিসেবে থাকবেন ছবিতে।
  • Link to this news (প্রতিদিন)