• জাতীয় দলে মোহনবাগানের ফুটবলার না ছাড়াকে গুরুত্বই দিলেন না কোচ জামিল, ‘যা চেয়েছি তাই পেয়েছি’
    আনন্দবাজার | ২৬ আগস্ট ২০২৫
  • এএফসি চ্যাম্পিয়ন্স লিগ ২-এর প্রস্তুতির জন্য জাতীয় শিবিরে একজন ফুটবলারকেও ছাড়েনি মোহনবাগান। ফলে কাফা নেশনস কাপে বিশাল কাইথ, অনিরুদ্ধ থাপা, লিস্টন কোলাসোর মতো গুরুত্বপূর্ণ ফুটবলার ছাড়াই খেলতে হবে ভারতকে। বিষয়টিকে গুরুত্ব দিতে রাজি হলেন না কোচ খালিদ জামিল। তাঁর মতে, যা তিনি চেয়েছেন সেটাই পেয়েছেন।

    সোমবার বেঙ্গালুরুতে এক সাংবাদিক বৈঠকে জামিল বলেছেন, “কিছু কিছু ক্লাব নিজেদের ফুটবলারদের ছাড়ছে না। হয়তো কোনও কারণ রয়েছে। আমরা প্রাক-মরসুমে খেলতে নামছি। তাই যারা আছে তাদের দিয়েই কাজ চালাতে হবে। আমার কাছে কাজটা কঠিন। তবে যাদের পেয়েছি তাদের নিয়ে কোনও সমস্যা নেই। যা চেয়েছি সেটাই পেয়েছি। নিজেদের সেরাটা দেওয়াই আমাদের লক্ষ্য। যারা রয়েছে প্রত্যেকের মানসিকতা ইতিবাচক।”

    আইএসএল নিয়ে অনিশ্চয়তা এখনও কাটেনি। আসন্ন মরসুমে প্রতিযোগিতা হবে কি না, তা এখনও পরিষ্কার নয়। এ নিয়ে ফুটবলারদের মধ্যে কি কোনও চিন্তা রয়েছে? খালিদের জবাব, “কখনও মনে হয়নি কেউ চিন্তায় রয়েছে। ওরা জানে মাঠে নামলে ওদের একটা কাজ করতে হবে। তাই কোনও অজুহাত দেওয়া যাবে না। সকলে কঠোর পরিশ্রম করছে। ফেডারেশন থেকে ফুটবলার, সকলের থেকে সমর্থন পাচ্ছি। আমাদের হাতে সন্দেশ জিঙ্ঘন, গুরপ্রীত সান্ধু, আনোয়ার আলির মতো ভাল ফুটবলারেরা রয়েছে। প্রত্যেকের আত্মবিশ্বাস তুঙ্গে।”

    কাফা নেশনস কাপে ভারত ২৯ অগস্ট তাজিকিস্তান, ১ সেপ্টেম্বর ইরান এবং ৪ সেপ্টেম্বর আফগানিস্তানের বিরুদ্ধে খেলবে। ফাইনালে উঠলে তা হবে ৮ সেপ্টেম্বর। ১৬ অগস্ট থেকে বেঙ্গালুরুতে জাতীয় শিবির চলছে। প্রথমে ২২ জন যোগ দিলেও পরে আরও ৭ জন যোগ দেন।
  • Link to this news (আনন্দবাজার)